আরামবাগ পৌরসভা
আরামবাগ পৌরসভা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার আরামবাগ মহকুমার সদর আরামবাগ ও তার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় পৌর স্বায়ত্তশাসন সংস্থা।
আরামবাগ পৌরসভা | |
---|---|
ধরন | |
ধরন | |
ইতিহাস | |
শুরু | ১৮৮৬ |
নেতৃত্ব | |
চেয়ারম্যান | স্বপন কুমার নন্দী |
ভাইস চেয়ারম্যান | আলমগীর হোসেন চৌধুরী |
গঠন | |
আসন | ১৯ |
রাজনৈতিক দল | |
নির্বাচন | |
সর্বশেষ নির্বাচন | ২০১৫ |
পরবর্তী নির্বাচন | ২০২০ |
ওয়েবসাইট | |
www |
ইতিহাস
১৮৮৬ সালে আরামবাগ পৌরসভা প্রতিষ্ঠিত হয়।[1]
ভূগোল
আরামবাগ পৌরসভার এক্তিয়ারভুক্ত পৌর এলাকার আয়তন ১১৭.২০ বর্গ কিলোমিটার এবং ২০১১ সালের জনগণনার প্রতিবেদন অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা ৬৬,১৭৫।[2][3]
স্বাস্থ্য পরিষেবা
২৫০ শয্যাবিশিষ্ট আরামবাগ মহকুমা হাসপাতাল এই পৌরসভা এলাকায় অবস্থিত।[4]
নির্বাচন
২০১৫ সালের পৌর নির্বাচনে আরামবাগ পৌরসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মোট ১৯টি আসনের সব ক’টিতেই জয়লাভ করে।[5]
২০১০ সালের পৌর নির্বাচনে আরামবাগ পৌরসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৯টি আসন, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) ৭টি আসন, সারা ভারত ফরওয়ার্ড ব্লক ১টি আসন ও নির্দল প্রার্থী ১টি আসন জয় করেছিল।[6]
২০১০ সালের পৌর নির্বাচন সম্পর্কে দ্য গার্ডিয়ান পত্রিকায় মন্তব্য করা হয়, "আজকের পৌর নির্বাচনগুলি বিগত কয়েক দশকের তুলনায় ব্যতিক্রমী: ১৯৭০-এর দশক থেকে যে কমিউনিস্টরা পশ্চিমবঙ্গের প্রধান শহরগুলিতে প্রায় কোনওরকম বিরতি ছাড়াই আধিপত্য বজায় রেখেছিল, তাঁরা আজ বিপর্যয়ের সম্মুখীন… এইবার পরাজয় সম্ভবত চূড়ান্ত এবং হয়তো এটি ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদীর (সিপিআইএম) সমাপ্তির সূচনার সংকেত।"[7]
২০০৫ সালের পৌর নির্বাচনে আরামবাগ পৌরসভায় ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) ১১টি আসন, ভারতের কমিউনিস্ট পার্টি ১টি আসন, সারা ভারত ফরওয়ার্ড ব্লক ৩টি আসন ও অন্যান্যরা ৩টি আসন জয় করেছিল।[8]
তথ্যসূত্র
- "Arambagh Municipality"। JNNURM। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- "Arambagh Municipality"। Hooghly district information। Hooghly district authorities। ২০ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- "2011 Census – Primary Census Abstract Data Tables"। West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৬।
- "Health & Family Welfare Department"। Health Statistics। Government of West Bengal। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৭।
- "Municipal General Election Results"। Results of Municipal General Elections 2015। West Bengal State Election Commission। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- "Municipal General Election Results"। Results of Municipal General Elections yearwise। West Bengal State Election Commission। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৭।
- "India's Communist party faces defeat in West Bengal heartland."। The Guardian, International Edition, 30 May 2010। theguardian। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- "Municipal General Elections 2005"। District Hooghly। Hooghly district administration। ১৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৭।