আরা, বিহার

আরা (ইংরেজি: Arrah) ভারতের বিহার রাজ্যের ভোজপুর জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।

আরা
आरा (আরা)
Arrah(Shahabad)
Metropolitan City
আরা জংশন
আরা জংশন
আরা বিহার-এ অবস্থিত
আরা
আরা
বিহারের অবস্থান, ভারত
স্থানাঙ্ক: ২৫.৩৪° উত্তর ৮৪.৪০° পূর্ব / 25.34; 84.40
দেশ India
রাজ্যবিহার
জেলাভোজপুর
সরকার
  ধরনMunicipal corporation
  শাসকArrah Municipal Corporation
আয়তন
  মোট৪৯ বর্গকিমি (১৯ বর্গমাইল)
এলাকার ক্রম2
উচ্চতা১৯০ মিটার (৬২০ ফুট)
জনসংখ্যা (২০১১)
  মোট২,৬১,০৯৯
  ক্রম184
  জনঘনত্ব৭,৬৭৯/বর্গকিমি (১৯,৮৯০/বর্গমাইল)
ভাষা
  সরকারীহিন্দি, উর্দু, ভোজপুরি
সময় অঞ্চলআএসটি (ইউটিসি+৫:৩০)
পিন৮০২ ৩০১
টেলিফোন কোড+৯১৬১৮২
যানবাহন নিবন্ধনবিআর-০৩
ওয়েবসাইটbhojpur.bih.nic.in

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে আররাহ শহরের জনসংখ্যা হল ২০৩,৩৯৫ জন।[1] এর মধ্যে পুরুষ ৫৪% এবং নারী ৪৬%।

এখানে সাক্ষরতার হার ৬৭%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৪% এবং নারীদের মধ্যে এই হার ৫৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে আররাহ এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১৫% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

  1. "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.