আরমিনিয়া বিলেফেল্ড

ডয়চার স্পোর্ট-ক্লাব আরমিনিয়া বিলেফেল্ড (জার্মান: Deutscher Sportclub Arminia Bielefeld e.V., [ˈdɔʏ̯t͡ʃɐ ˈʃpɔʁtklʊp ʔaʁˈmiːni̯a ˈbiːləfɛlt]; এছাড়াও ডিএসসি আরমিনিয়া বিলেফেল্ড উচ্চারণ [deː ʔɛs t͡seː ʔaʁˈmiːni̯a ˈbiːləfɛlt], ডি আরমিনেন [diː ˈʔaʁmiːnən], ডি ব্লাউয়েন [diː ˈblaʊ̯ən] অথবা শুধুমাত্র আরমিনিয়া নামে পরিচিত) হচ্ছে বিলেফেল্ড ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লীগ বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯০৫ সালের ৩রা মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। আরমিনিয়া বিলেফেল্ড তাদের সকল হোম ম্যাচ বিলেফেল্ডের বিলেফেল্ডার আল্মে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৭,৩০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন উভে নয়হাউস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন হান্স-ইয়ুর্গেন লাউফার। জার্মান আক্রমণভাগের খেলোয়াড় ফাবিয়ান ক্লস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

আরমিনিয়া বিলেফেল্ড
পূর্ণ নামডয়চার স্পোর্ট-ক্লাব আরমিনিয়া বিলেফেল্ড
ডাকনামডি আরমিনেন, ডি বাউয়েন (নীল)
প্রতিষ্ঠিত মে ১৯০৫ (1905-05-03)
(১. বিলেফেল্ডার ফুটবল ক্লাব আরমিনিয়া হিসেবে)
মাঠবিলেফেল্ডার আল্ম
ধারণক্ষমতা২৭,৩০০
সভাপতিজার্মানি হান্স-ইয়ুর্গেন লাউফার[1]
প্রধান কোচজার্মানি উভে নয়হাউস
লিগবুন্দেসলিগা
২০১৯–২০১ম (উত্তীর্ণ)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, আরমিনিয়া বিলেফেল্ড এপর্যন্ত ১৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি ২. বুন্দেসলিগা এবং ১টি ৩. লিগা শিরোপা রয়েছে।[2]

অর্জন

লীগ

  • ২. বুন্দেসলিগা: (২য় স্তর)
    • চ্যাম্পিয়ন: ১৯৭৭–৭৮, ১৯৭৯–৮০, ১৯৯৮–৯৯, ২০১৯–২০
  • ৩. লিগা: (৩য় স্তর)
    • চ্যাম্পিয়ন: ২০১৪–১৫
  • রেগিওনাললিগা পশ্চিম/দক্ষিণ-পশ্চিম: (৩য় স্তর)
    • চ্যাম্পিয়ন: ১৯৯৪–৯৫
  • ওবারলিগা ওয়েস্টফালেন: (৩য় স্তর)
    • চ্যাম্পিয়ন: ১৯৮৯–৯০

কাপ

  • পশ্চিম জার্মান কাপ:
    • চ্যাম্পিয়ন: ১৯৬৬, ১৯৭৪
  • ওয়েস্টফালিয়ান কাপ:
    • চ্যাম্পিয়ন: ১৯০৮, ১৯৩২, ১৯৯১, ২০১২, ২০১৩

তথ্যসূত্র

  1. "Laufer neuer DSC-Präsident" (German ভাষায়)। Arminia Bielefeld। ২১ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৩
  2. "Daten & Statistik" (German ভাষায়)। Arminia Bielefeld। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০০৮

বহিঃসংযোগ

টেমপ্লেট:আরমিনিয়া বিলেফেল্ড

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.