আরন হ্যামিল্টন
আরন হ্যামিল্টন (ইংরেজি: Aaron Hamilton; জন্ম: ১৯৭৮) বিশিষ্ট অস্ট্রেলীয় ক্রিকেট কোচ।[1] বর্তমানে তিনি আয়ারল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | অস্ট্রেলিয়া |
ভূমিকা | কোচ (আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দল) |
আন্তর্জাতিক তথ্য | |
জাতীয় দল |
হ্যামিল্টন ক্রিকেট অস্ট্রেলিয়ার তৃতীয় স্তরের কোচ। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনে সাত বছর কোচের দায়িত্বে ছিলেন। এছাড়াও, সহকারী কোচসহ ওয়েস্টার্ন ফিওরি’র বোলিং কোচের দায়িত্ব রয়েছেন।[1][2] ২০১০ সালে ক্রিকেট ইন্দোনেশিয়া কনফারেন্সে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রিত অতিথি ছিলেন।[3] ফেব্রুয়ারি, ২০১৫ সালে তিনি আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্তি লাভ করেন। তিনি সাবেক আইরিশ ক্রিকেটার ট্রেন্ট জনস্টনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।[1][2][4]
কোচিং
২০১৫ সালের আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার বাছাইপর্বের মাধ্যমে কোচের দায়িত্ব শুরু হয়।[5] ঐ প্রতিযোগিতায় আয়ারল্যান্ড শিরোপা জয় করে ও ২০১৬ সালের আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় খেলার যোগ্যতা লাভ করে।[6] হ্যামিল্টন সুপার থ্রি শিরোনামে ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার প্রবর্তন করেন।[4]
তথ্যসূত্র
- "Ireland name Australian Aaron Hamilton as women's coach"। BBC Sport। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৬।
- "Aaron Hamilton appointed Ireland Women's Cricket Coach"। Sportswomen.ie। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। ৫ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৬।
- "Jakarta prepares for Coaching Course"। ICC Development Programme। ১৬ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৬।
- "Breaking boundaries and changing the game – how Ireland are defying their amateur status"। The 42। ২১ নভেম্বর ২০১৫।
- "Cath Dalton Named in Ireland Women's Squad"। Middlesex County Cricket Club। ৪ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৬।
- "Ireland lift Women's World T20 Qualifier after thrilling win"। ESPN Cricinfo। ৫ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৬।