আয়ুষ ঘালন

আয়ুষ ঘালন (নেপালি: आयुष घालन, ইংরেজি: Ayush Ghalan; জন্ম: ২১ ফেব্রুয়ারি ২০০৪) হলেন একজন নেপালি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে নেপালি ক্লাব থ্রি স্টার এবং নেপাল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

আয়ুষ ঘালন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আয়ুষ ঘালন
জন্ম (2004-02-21) ২১ ফেব্রুয়ারি ২০০৪
জন্ম স্থান নেপাল
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
থ্রি স্টার
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
0000–২০২১ পোখরা থান্ডার্স
২০২১– থ্রি স্টার
জাতীয় দল
২০২১– নেপাল (১)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:০০, ২১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:০৪, ২৩ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

নেপালি ক্লাব পোখরা থান্ডার্সের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; পোখরা থান্ডার্সের হয়ে খেলার পর তিনি নেপালি ক্লাব থ্রি স্টারে যোগদান করেছেন। আয়ুষ ২০২১ সালে নেপালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নেপালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

আয়ুষ ঘালন ২০০৪ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে নেপালে জন্মগ্রহণ করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

২০২১ সালের ১১ই জুন তারিখে, মাত্র ১৭ বছর, ৩ মাস ও ২১ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী আয়ুষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নেপালের হয়ে অভিষেক করেছেন।[1][2] উক্ত ম্যাচের ৯১তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় সুমন লামার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[3] ম্যাচটি অস্ট্রেলিয়া ০–৩ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[4]

পরিসংখ্যান

আন্তর্জাতিক

২৩ অক্টোবর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
নেপাল২০২১
সর্বমোট

তথ্যসূত্র

  1. "Nepal vs. Australia - 11 June 2021"Soccerway। ১১ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১
  2. "Nepal - Australia 0:3 (WC Qualifiers Asia 2019-2021, 2. Round Group B)"worldfootball.net। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১
  3. "Nepal - Australia, Jun 11, 2021 - World Cup qualification Asia - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ১১ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১
  4. Strack-Zimmermann, Benjamin (১১ জুন ২০২১)। "Nepal vs. Australia (0:3)"National Football Teams। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.