আয়
আয় বা উপার্জন বলতে কোন নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোন সত্তার ভোগ ও সঞ্চয় করার সুযোগ অর্জন করাকে বোঝায়, যেটিকে সাধারণ অর্থের নিরিখে প্রকাশ করা হয়।[1] আয়কে ধারণাগতভাবে সংজ্ঞায়িত করা দুরূহ এবং এর সংজ্ঞা শাস্ত্র ও ক্ষেত্রভেদে ভিন্ন হয়ে থাকে।[2] উদাহরণস্বরূপ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কোনও ব্যক্তির আয় এবং আইন দ্বারা সংজ্ঞায়িত ব্যক্তির আয় ভিন্ন হতে পারে।[2]
অর্থশাস্ত্রে হেগ-সাইমনস আয় নামক আয়ের সংজ্ঞাটি ব্যাপকভাবে প্রচলিত, যেখানে আয়কে ভোগ+মালিকানাধীন সম্পত্তির নীট মূল্যের পরিবর্তন হিসেবে সংজ্ঞায়িত করা হয়।[2]
মার্কিন যুক্তরাষ্ট্রে সংসার ও একক ব্যক্তিদের জন্য কর আইনে আয়কে একটি পঞ্জিকাবর্ষে যেকোনও পারিশ্রমিক, বেতন, মুনাফা, সুদ, ভাড়া বা অন্য কোনও রূপে অর্জিত অর্থ দ্বারা সংজ্ঞায়িত করা হয়।[3] স্ববিবেচনাধীন আয় (Discretionary income) হল স্থূল আয় থেকে কর ও অন্যান্য বিয়োজন (যেমন বাধ্যতামূলক অবসরভাতা অবদান) এবং এটিকে ব্যাপকভাবে করদাতাদের সুখসমৃদ্ধি তুলনার ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়।
জন অর্থশাস্ত্র ক্ষেত্রে আয় বলতে আর্থিক ও অর্থ-বহির্ভূত উভয় প্রকারের ভোগ করার সামর্থ্য বৃদ্ধি পাওয়াকে বোঝায়, এবং আর্থিক ভোগ করার সামর্থ্য বৃদ্ধিকে মোট আয়ের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়।
একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সমস্ত বিক্রয়লব্ধ আয় থেকে বিক্রয়কৃত পণ্য উৎপাদন ব্যয়কে বাদ দিয়ে স্থূল আয় (gross income) পাওয়া যায়। অন্যদিকে বিক্রয়লব্ধ আয় থেকে বিক্রয়কৃত পণ্য উৎপাদন ব্যয়, খরচ, অবচয়, সুদ ও কর বিয়োগ করলে নীট আয় পাওয়া যায়।[1]
হিসাববিজ্ঞানে আয়ের স্বরূপ
আন্তর্জাতিক হিসাববিজ্ঞান মান পরিষদ (The International Accounting Standards Board, IASB) এর সংজ্ঞা অনুসারে, "আয় হচ্ছে একটি নির্দিষ্ট অর্থনৈতিক সময়সীমার মধ্যে সম্পদের অন্তঃপ্রবাহ অথবা বর্ধন, যার মাধ্যমে অর্থনৈতিক সুবিধার বৃদ্ধি হয় অথবা দেনা হ্রাস করা, যার ফলে একটা সাম্যভাব বিরাজ করে"[4]
তথ্যসূত্র
- Barr, N. (2004). Problems and definition of measurement. In Economics of the welfare state. New York: Oxford University Press. pp. 121–124
- McCaffery, Edward (২০১২)। The Oxford Introductions to U.S. Law: Income Tax Law 1st Edition। Oxford University Press।
- Case, K. & Fair, R. (2007). Principles of Economics. Upper Saddle River, NJ: Pearson Education. p. 54.
- "Oxbridge Notes"। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬।