আম্পায়ার

আম্পায়ার (ইংরেজি: Umpire) একজন বিচারক ও কর্তৃপক্ষ হিসেবে ক্রিকেটের নিয়ম-কানুনের যথাযথ প্রয়োগপূর্বক খেলা পরিচালনা করে থাকেন। ম্যাচ রেফারি মাঠের বাইরে অবস্থানকারী কর্মকর্তা হিসেবে থাকেন। তিনি বিচারকরূপে ক্রিকেট খেলায় যাবতীয় নিয়ম-কানুনের যথাযথ প্রয়োগ এবং আইসিসি প্রণীত আচরণবিধি অপব্যবহারে জরিমানা নির্ধারণ করেন। কিন্তু মাঠে অবস্থানকারী দুই জন আম্পায়ারই ক্রিকেট খেলা পরিচালনায় প্রধান ভূমিকা রাখেন। তবে, প্রয়োজনীয় ও নিখুঁত সিদ্ধান্ত প্রদানের জন্যে মাঠের বাইরে থার্ড আম্পায়ার অবস্থান করে তাকে কিংবা তাদেরকে সহায়তা করেন।

ক্রিকেট খেলা পরিচালনারত দুইজন আম্পায়ারের একজন

সহযোগীবৃন্দ

আম্পায়ারের হাত উঁচু ও অঙ্গুলী নির্দেশনার মাধ্যমে ব্যাটসম্যানকে আউটের সঙ্কেত প্রদান

খেলা চলাকালীন মাঠে দুইজন আম্পায়ার অবস্থান করে খেলা পরিচালনা করে থাকেন। বোলিংপ্রান্তে অবস্থানরত আম্পায়ার পরিচিতি পান ফিল্ড আম্পায়ার হিসেবে এবং বল মোকাবেলায় নিয়োজিত ব্যাটসম্যানের সমান্তরালে থাকেন স্কয়ার লেগ আম্পায়ার। সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতাজনিত কারণে কিংবা বিতর্কিত সিদ্ধান্ত যাঁচাইকল্পে সর্বোপরি এ দু'জন আম্পায়ারকে সহযোগীতার লক্ষ্যে মাঠের বাইরে একজন অতিরিক্ত আম্পায়ার থাকেন। তিনি তৃতীয় আম্পায়ার বা থার্ড আম্পায়ার নামে পরিচিত। এছাড়াও, খেলায় বল সংরক্ষণ, সরবরাহ, পরিবর্তন, মাঠে দায়িত্বপালনরত আম্পায়ারদ্বয়ের জন্য কোমল পানীয়, তাদের ভ্রমণের বন্দোবস্তসহ আহার-ভোজনের দায়িত্বে রয়েছেন চতুর্থ আম্পায়ার বা ফোর্থ আম্পায়ার

খেলা সঠিক ও সুচারুরূপে পরিচালনা সংক্রান্ত বিষয়াদি বিশেষতঃ আম্পায়ারগণের ভূমিকা নিয়ে বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রণয়নের দায়িত্বে থাকেন আইসিসি কর্তৃক মনোনীত একজন ম্যাচ রেফারি। অবশ্য তারা সকলেই আইসিসি'র সেরা আম্পায়ারের তালিকা থেকে মনোনীত হয়েই খেলা পরিচালনা করেন।

ভূমিকা

লিভার কাউন্টারের সাহায্যে আম্পায়ার ওভারের বল সংখ্যা গণনা করে থাকেন

বোলিং প্রান্তে আম্পায়ারদ্বয়ের মধ্যে একজন দণ্ডায়মান থেকে বোলারের হাতের কনুই বাঁকানো, নো-বল, ওয়াইড বল, আচার-আচরণ, আবেদন, ব্যাটসম্যানের কর্মকাণ্ড, ফিল্ডারদের অবস্থানসহ বহুবিধ বিষয় পর্যবেক্ষণ করে থাকেন। এছাড়াও, ফিল্ডিং-ব্যাটিং সাইড নির্ধারণে টস, আবহাওয়ার গতিবিধি লক্ষ্য করা, ব্যাটসম্যানকে আউটের সিদ্ধান্ত প্রদান, চার, ছয়, লেগ-বাই, ডেড-বল, নতুন বল মাঠে নামানো, পাওয়ার প্লে ইত্যাদি বহুবিধ বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়। অনেক সময় খেলোয়াড়দের টুপি, পোশাক, চশমা ইত্যাদি জিনিসপত্রাদিও সংরক্ষণ করেন। তিনি ওভারে বলের সংখ্যা গণনা করেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বোলারের নির্দিষ্ট ওভার লিখে রাখাও তার দায়িত্বের অন্যতম অংশ।

বল মোকাবেলায় নিয়োজিত ব্যাটসম্যানের সমান্তরালে অর্থাৎ স্ট্রাইকারস্‌ এ্যান্ড আম্পায়ার হিসেবে অন্য আম্পায়ার ব্যাটসম্যানের আউট হওয়া সংক্রান্ত বিষয়াদি পর্যবেক্ষণের জন্য সুবিধাজনক স্থানে অবস্থান নেন। এছাড়াও, তিনি মাঠে অবস্থানরত অন্যান্য বিষয় ও ঘটনাবলী নজর রাখেন। সচরাচর তিনি পপিং ক্রিজের কয়েক গজ দূরত্বে বিশেষতঃ লেগ সাইডে দণ্ডায়মান থাকেন। সেইসূত্রে তিনি স্কয়ার লেগ আম্পায়ার হিসেবে পরিচিত। ব্যাটসম্যানের অসুস্থতাজনিত কারণে রানারকে সহযোগিতা ও নজর রাখেন।

উভয় আম্পায়ারই খেলোয়াড় পরিবর্তনের লক্ষ্যে অতিরিক্ত খেলোয়াড় মাঠে নামানো, খেলা বন্ধের লক্ষ্যে প্রয়োজনীয় আলোকস্বল্পতা, কুয়াশা, বৃষ্টি, দূর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা অনুপযুক্ত পরিবেশের কথাও বিবেচনায় রাখেন।

রেকর্ড

টেস্ট ক্রিকেট

সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের গৌরব অর্জন করেছেন ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনার। ২৮ নভেম্বর, ২০১৪ তারিখ পর্যন্ত শীর্ষ ১০ জন টেস্ট আম্পায়ারের তালিকা নিম্নরূপ:[1] -

দলআম্পায়ারসময়কালখেলার সংখ্যা
জ্যামাইকাস্টিভ বাকনার১৯৮৯-২০০৯১২৮
দক্ষিণ আফ্রিকারুডি কোয়ের্টজেন১৯৯২-২০১০১০৮
অস্ট্রেলিয়াডেরিল হার্পার১৯৯৮-২০১১৯৫
পাকিস্তানআলীম দার২০০৩-বর্তমান৯২
ইংল্যান্ডডেভিড শেফার্ড১৯৮৫-২০০৫৯২
নিউজিল্যান্ডবিলি বাউডেন২০০০-বর্তমান৮০
অস্ট্রেলিয়াড্যারেল হেয়ার১৯৯২-২০০৮৭৮
অস্ট্রেলিয়াসাইমন টাওফেল২০০০-২০১২৭৪
ভারতশ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন১৯৯৩-২০০৪৭৩
ইংল্যান্ডডিকি বার্ড১৯৭৩-১৯৯৬৬৬

ওয়ান-ডে ক্রিকেট

সবচেয়ে বেশি ওয়ান-ডে ক্রিকেট খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের গৌরব অর্জন করেছেন দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্টজেন। ২৮ নভেম্বর, ২০১৪ তারিখ পর্যন্ত শীর্ষ ১০ জন ওয়ান-ডে ক্রিকেট আম্পায়ারের তালিকা নিম্নরূপ:[2] -

দলআম্পায়ারসময়কালখেলার সংখ্যা
দক্ষিণ আফ্রিকারুডি কোয়ের্টজেন১৯৯২-২০১০২০৯
নিউজিল্যান্ডবিলি বাউডেন১৯৯৫-বর্তমান১৯১
জ্যামাইকাস্টিভ বাকনার১৯৮৯-২০০৯১৮১
অস্ট্রেলিয়াড্যারিল হার্পার১৯৯৪-২০১১১৭৪
অস্ট্রেলিয়াসাইমন টাওফেল১৯৯৯-২০১২১৭৪
ইংল্যান্ডডেভিড শেফার্ড১৯৮৩-২০০৫১৭২
পাকিস্তানআলীম দার২০০০-বর্তমান১৬৪
অস্ট্রেলিয়াড্যারেল হেয়ার১৯৯১-২০০৮১৩৯
জিম্বাবুয়েরাসেল টিফিন১৯৯২-বর্তমান১৩৬
অস্ট্রেলিয়াস্টিভ ডেভিস১৯৯২-বর্তমান১২৬

টুয়েন্টি২০ আন্তর্জাতিক

সবচেয়ে বেশি টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট খেলায় যৌথভাবে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের গৌরব অর্জন করেছেন - পাকিস্তানের আলীম দারঅস্ট্রেলিয়ার সাইমন টাওফেল। ২৮ নভেম্বর, ২০১৪ তারিখ পর্যন্ত শীর্ষ ১০ জন টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ারের তালিকা নিম্নরূপ:[3] -

দলআম্পায়ারসময়কালখেলার সংখ্যা
পাকিস্তানআলীম দার২০০৯-বর্তমান৩৪
অস্ট্রেলিয়াসাইমন টাওফেল২০০৭-২০১২৩৪
ইংল্যান্ডইয়ান গোল্ড২০০৬-বর্তমান২৯
অস্ট্রেলিয়াস্টিভ ডেভিস২০০৭-বর্তমান২৬
পাকিস্তানআসাদ রউফ২০০৭-২০১২২৩
অস্ট্রেলিয়ারড টাকার২০০৯-বর্তমান২৩
নিউজিল্যান্ডবিলি বাউডেন২০০৫-বর্তমান২১
দক্ষিণ আফ্রিকামারাইস ইরাসমাস২০০৬-বর্তমান২০
ইংল্যান্ডনাইজেল লং২০০৫-বর্তমান২০
ইংল্যান্ডমার্ক বেনসন২০০৭-২০০৯১৯

তথ্যসূত্র

  1. "Most matches as an umpire: Test"Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৪
  2. "Most matches as an umpire: ODI"Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৪
  3. "Most matches as an umpire: T20I"Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৪

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.