মার্কিন মনোচিকিৎসক সমিতি

মার্কিন মনোচিকিৎসক সমিতি বা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন (এপিএ) হল যুক্তরাষ্ট্রের মনোচিকিৎসক ও শিক্ষানবিশ মনোচিকিৎসকদের প্রধান পেশাদার সংস্থা, আর বিশ্বের বৃহত্তম মনোচিকিৎসক সংস্থা।[1] এর ৩৬,০০০ জন সদস্যের[1] অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক, তবে আন্তর্জাতিক সদস্যও আছেন। সংস্থাটি বিভিন্ন জার্নাল ও পুস্তিকা প্রকাশ করে, এবং ডায়াগ্‌নস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিকাল ম্যানুয়াল অব মেন্টাল ডিসঅর্ডার্স (ডিএসএম)-ও এরই প্রকাশনা। ডিএসএম বিভিন্ন প্রকার মানসিক অসুস্থতা চিহ্নিতকরণের কাজে সারা পৃথিবীতে ব্যবহারের জন্য বিভিন্ন মানসিক অবস্থার নির্দেশক তৈরি করে।

আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন
গঠিত১৮৪৪
সদরদপ্তর১০০০ উইল্‌সন বুলেভার্ড, সুইট ১৮২৫
আর্লিংটন, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র
সদস্যপদ
৩৬,০০০ জন সদস্য[1]
মে ২০১৪-২০১৫ প্রেসিডেন্ট
পল সামারগ্র্যাড, এম.ডি.
ওয়েবসাইটwww.psychiatry.org

তথ্যসূত্র

  1. "American Psychiatric Association"। ২০১২। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১২Representing 36,000 physician leaders in mental health.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.