আমেরিকান ফিজিক্যাল সোসাইটি
আমেরিকান ফিজিক্যাল সোসাইটি (ইংরেজি: American Physical Society) বা মার্কিন পদার্থবিজ্ঞান সমাজ বিশ্বে পদার্থবিজ্ঞানীদের দ্বিতীয় বৃহত্তম সংগঠন। এটি ফিজিক্যাল রিভিউ এবং ফিজিক্যাল রিভিউ-সহ ডজনখানেক বৈজ্ঞানিক গবেষণা সাময়িকী প্রকাশ করে। এটি বছরে ২০টিরও বেশি বৈজ্ঞানিক সভার আয়োজন করে। এটি আমেরিকান ইন্সটিটিউট অব ফিজিক্স-এর (মার্কিন পদার্থবিজ্ঞান ইন্সটিটিউট) একটি সদস্য সংগঠন।
সংক্ষেপে | এপিএস |
---|---|
গঠিত | মে ২০, ১৮৯৯ |
ধরন | বৈজ্ঞানিক |
উদ্দেশ্য | পদার্থবিজ্ঞানের জ্ঞান অগ্রসর করা ও ছড়িয়ে দেওয়া |
অবস্থান |
|
সদস্যপদ | ৫০,০০০ |
ওয়েবসাইট | http://www.aps.org/ |
সংক্ষিপ্ত ইতিহাস
১৮৯৯ সালের ২০শে মে তারিখে আমেরিকান ফিজিক্যাল সোসাইটি গঠিত হয়। এই উদ্দেশ্যে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ৩৬জন পদার্থবিজ্ঞানী মিলিত হন।
এপিএস অংশসমূহ
বিভাগসমূহ
- পারমাণবিক, আণবিক এবং আলোকীয় পদার্থবিজ্ঞান (DAMOP)
- নভোপদার্থবিজ্ঞান (DAP)
- জীবপদার্থবিজ্ঞান (DBIO)
- রাসায়নিক পদার্থবিজ্ঞান (DCP)
- পরিগণনামূলক পদার্থবিজ্ঞান (DCOMP)
- ঘনীভূত পদার্থ পদার্থবিজ্ঞান (DCMP)
- প্রবাহী গতিবিজ্ঞান (DFD)
- লেজার বিজ্ঞান (DLS)
- উপাদান পদার্থবিজ্ঞান (DMP)
- পরমাণুকেন্দ্রীয় পদার্থবিজ্ঞান (DNP)
- কণা ও ক্ষেত্র (DPF)
- বীম সম্পর্কিত পদার্থবিজ্ঞান (DPB)
- প্লাজমা পদার্থবিজ্ঞান (DPP)
- পলিমার পদার্থবিজ্ঞান (DPOLY)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.