আমুন

আমুন, মিশরীয় ভাষায়: Yamānu; (এঁকে আমোন, আমোউন, আমেন, এবং কদাচিৎ ইমেন অথবা ইয়ামুন উচ্চারণ করা হয়ে থাকে, গ্রিক ভাষায়: Ἄμμων/ আমোন, এবং Ἅμμων/ হামোন) একজন প্রাচীন মিশরীয় দেবতা। প্রথমে বায়ু দেবতা রূপে উপাসিত হলেও পরে সৃষ্টিকর্তা রূপে আমুনের উপাসনা আরম্ভ হয়। মিশরীয় দেবতাদের মধ্যে ওসিরিস এবং আমুন-রা এর সম্পর্কেই সবচেয়ে বিস্তৃত লিখিত বিবরণী পাওয়া যায়।[1]

আমুন
দেবতাদের রাজা এবং বায়ু দেবতা
আমুনের ছবি
চিত্রলিপি

প্রধান অর্চনাকেন্দ্র centerথীব্‌স
প্রতীকদুইটি লম্ব পক্ষ দ্বারা শোভিত , ছাগলের মাথা সদৃশ স্ফিংক্স (ক্রিয়োস্ফিংক্স)
ব্যক্তিগত তথ্য
মাতাপিতাস্বয়ম্ভূ (নিজের স্রষ্টা)
সঙ্গীআমুনেত
ওসরেত
মুত
সন্তানখোংশু এবং মোন্তু বা মোন্থু (সম্ভবত উভয়ই প্রতিপালিত)

পরিবার

আমুন স্বয়ম্ভূ, অর্থাৎ তিনি নিজেই নিজেকে সৃষ্টি করেছিলেন। তার প্রথম স্ত্রী ছিলেন ওসরেত এবং পরবর্তীকালে আমুনেত এবং মুত-এর সাথে তার বিবাহ হয়। চন্দ্র দেবতা খোংশুর পিতা আমুন এবং মা মুত

তথ্যসূত্র

  1. ভিনসেন্ট আরিয়ে টোবিন, অক্সফোর্ড গাইড: দ্য এসেনশিয়াল গাইড টু ঈজিপ্‌শিয়ান মিথোলজি, সম্পা. ডোনাল্ড বি. রেডফোর্ড, পৃঃ ২০, বার্কলি বুক্‌স, আইএসবিএন ০-৪২৫-১৯০৯৬-X

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.