আমি জেল থেকে বলছি
আমি জেল থেকে বলছি হচ্ছে ২০০৫ সালের বাংলাদেশী মারপিটধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি কৃতাঞ্জলী চলচ্চিত্রের ব্যনারে প্রযোজনা করেছেন অভিনেতা মান্না।[1] এটি পরিচালনা করেছেন মালেক আফসারী।[2][3][4] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, মিশা সওদাগর, ও ওমর সানী।[5][6]
আমি জেল থেকে বলছি | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | মালেক আফসারী |
প্রযোজক | মান্না |
রচয়িতা | মালেক আফসারী |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | ইমন সাহা |
চিত্রগ্রাহক | লাল মোহাম্মদ |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
প্রযোজনা কোম্পানি | কৃতাঞ্জলি চলচ্চিত্র |
পরিবেশক | কৃতাঞ্জলি চলচ্চিত্র |
মুক্তি | ৪ অক্টোবর ২০০৫ |
দৈর্ঘ্য | ২ ঘণ্টা ৩৯ মিনিট ২৬ সেকেন্ড |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০০৫ সালের ৪ঠা অক্টোবর বাংলাদেশে মুক্তি পায়। মুক্তির পর ছবিটি হিট হয়।[7] মান্না ৮ম মেরিল-প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে মনোনয়ন লাভ করেন।
কুশীলব
- মান্না - মোঃ ওমর ফারুক
- মৌসুমী
- মিশা সওদাগর
- ওমর সানী
- খলিল - ওমরের বাবা
সঙ্গীত
আমি জেল থেকে বলছি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা ও সুরারোপ করেছেন ইমন সাহা। গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, আসিফ আকবর, মমতাজ বেগম, সাব্বির, কানিজ সুবর্ণা, মিমি ও আরিফ।
উল্লেখ্য
আমি জেল থেকে বলছি চিত্রনায়ক মান্না প্রযোজিত ৬ষ্ঠ চলচ্চিত্র।
তথ্যসূত্র
- "ঢাকাই সিনেমার যুবরাজ মান্নার জন্মদিন আজ"। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- "সিনেমা ছাড়ছেন মালেক আফসারী!"। RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- "'অন্তর জ্বালা হিট না হলে সিনেমা ছাড়ার চ্যালেঞ্জ ভুলিনি'"। jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- "এখন পরিচালকের হাত-পা বাঁধা: আফসারী"। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- "নতুন ছবি 'চোর': নায়ক মান্না! | banglatribune.com"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- "ঢাকাই সিনেমার যুবরাজ মান্নার জন্মদিন আজ"। somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- "'ক্যারিয়ারে ২৫টি সিনেমাই যথেষ্ট'"। চ্যানেল আই অনলাইন। ২২ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৯।
বহিঃসংযোগ
- বাংলা মুভি ডেটাবেজে আমি জেল থেকে বলছি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.