আমিন ইউনুস

আমিন ইউনুস (জন্ম ৬ আগস্ট ১৯৯৩) হলেন একজন জার্মান পেশাদার ফুটবলার[2] যিনি একজন উইঙ্গার হিসেবে ডাচ্ লিগ এরেডিভিসি-এর ক্লাব এজাক্স এবং জার্মানি জাতীয় দল-এর হয়ে খেলে থাকেন।[3]

আমিন ইউনুস
২০১৬ সালে এজাক্স দলের সাথে ইউনুস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আমিন ইউনুস[1]
জন্ম (1993-08-06) ৬ আগস্ট ১৯৯৩[1]
জন্ম স্থান ডুসেলডোর্ফ, জার্মানি
উচ্চতা ১.৬৮ মিটার[1]
মাঠে অবস্থান লেফ্ট উইঙ্গার / অ্যাটাকিং মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান দল
এজাক্স
জার্সি নম্বর ১১
যুব পর্যায়
১৯৯৭–২০০০ এসজি আনটারাঠ
২০০০–২০১১ বরুশিয়া মনশেনগ্লাডবাখ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৩ বরুশিয়া মনশেনগ্লাডবাখ II ৩৭ (৪)
২০১২–২০১৫ বরুশিয়া মনশেনগ্লাডবাখ ২৬ (১)
২০১৪–২০১৫১. এফসি কাইসেরর্সলোটার্ন (ধারে) ১৪ (২)
২০১৫ জং এজাক্স (১)
২০১৫– এজাক্স ৬৫ (১২)
জাতীয় দল
২০০৮–২০০৯ জার্মানি অনূর্ধ্ব ১৬ (১)
২০০৯–২০১০ জার্মানি অনূর্ধ্ব ১৭ ১০ (৪)
২০১০–২০১১ জার্মানি অনূর্ধ্ব ১৮ (১)
২০১১–২০১২ জার্মানি অনূর্ধ্ব ১৯ (২)
২০১২–২০১৩ জার্মানি অনূর্ধ্ব ২০ (০)
২০১৩–২০১৫ জার্মানি অনূর্ধ্ব ২১ ১৮ (৩)
২০১৭– জার্মানি (২)
অর্জন ও সম্মাননা
 জার্মানি-এর প্রতিনিধিত্বকারী
FIFA Confederations Cup
বিজয়ী২০১৭
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৫ই জানুয়ারী ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৮ই অক্টোবর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব খেলোয়াড়ী জীবন

বরুশিয়া মনশেনগ্লাডবাখ

জন্ম, জার্মানির উত্তর রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের রাজধানী ডুসেলডোর্ফ শহরে, এক লেবানিস পিতা এবং জার্মান মায়ের পরিবারে, ইউনুস কিশোর হিসেবে জার্মান ক্লাব "এসজি আনটেরাঠ" এর হয়ে খেলেন। ২০০০ সালে, মাত্র ৮ বছর বয়সে তিনি জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগা'র ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখ-এর কিশোর বিভাগে যোগদান করেন। ২০১১ সালে তিনি জার্মান অর্ধ-পেশাদার ফুটবল বিভাগের লিগ রিজিওনালিগা ওয়েস্ট-এ বরুশিয়া মনশেনগ্লাডবাখ II (বা বরুশিয়া মনশেনগ্লাডবাখ-এর ভবিষ্যৎ এর সংরক্ষিত খেলোয়াড়দের নিয়ে তৈরী দল) এর হয়ে খেলার মাধ্যমে অভিষিক্ত হন।

আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবন

২০১৭ সালের ১৭ই মে, রাশিয়ায় আয়োজিত ২০১৭ ফিফা কনফেডারেশনস কাপ এর জন্য গঠিত জার্মান জাতীয় দল-এর একজন হিসেবে, প্রথম বারের মত ইউনুস কোন দলের জন্য, জার্মান জাতীয় ফুটবল দলের ম্যানেজার ইওয়াখিম ল্যোভ-দ্বারা নির্বাচিত হন।[4]

২০১৭ সালের ৬ই জুন, তিনি ডেনমার্ক এর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার মাধ্যমে তার জেষ্ঠ খেলোয়াড়ী কর্মজীবনের সূচনা করেন, সে ম্যাচটিতে তার দল ১-১ গোল ব্যবধানে ড্র করে। ২০১৭ সালের ১০ই জুন, তিনি সান মারিনো-এর বিপক্ষে, জাতীয় দলের হয়ে তার প্রথম গোলটি করেন।

কর্মজীবনের পরিসংখ্যান

ক্লাব

১৭ই নভেম্বর ২০১৭। পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাবSeasonLeagueকাপ1বৈদেশিক2সর্বমোট
বিভাগউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোল
বরুশিয়া মনশেনগ্লাডবাখ II২০১০–১১লিজিওনালিগা ওয়েস্ট
২০১১–১২২০২০
২০১২–১৩১১১১
সর্বমোট৩৭৩৭
বরুশিয়া মনশেনগ্লাডবাখ ২০১১–১২বুন্দেসলিগা
২০১২–১৩১১১৩
২০১৩–১৪১৪১৪
সর্বমোট২৬২৮1
কায়সার্সলওটার্ন (ধারে)২০১৪–১৫২. বুন্দেসলিগা১৪১৫
বরুশিয়া মনশেনগ্লাডবাখ II (ধারে)২০১৪–১৫রেজিওনালিগা সুদওয়েস্ট
জং এজাক্স২০১৫–১৬এরস্টে ডিভিসি
এজাক্স২০১৫–১৬ইরেডিভিসি২৭৩৫
২০১৬–১৭২৯১৮৪৮
২০১৭–১৮১৩
সর্বমোট৬৫1২২৮৯৬১৭
খেলোয়াড়ী জীবনে সর্বমোট১৪৯১৯৩০১৮৩২৪
তথ্যসূত্র:[5]

তথ্যসূত্র

  1. "FIFA Confederations Cup Russia 2017: List of players: Germany" (পিডিএফ)। FIFA। ২ জুলাই ২০১৭। পৃষ্ঠা 4। ২৪ জুলাই ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭
  2. "Younes, Amin" (German ভাষায়)। kicker.de। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১২
  3. "Amin Younes"। worldfootball.net। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১২
  4. "Confed Cup: Löw nominiert Plattenhardt und Wagner"kicker online (জার্মান ভাষায়)। Olympia Verlag GmbH। ১৭ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৭
  5. "Amin Younes » Club matches"। World Football। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.