আমিনুল ইসলাম খান
আমিনুল ইসলাম খান একজন বাংলাদেশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যিনি সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছেন।[1][2]
আমিনুল ইসলাম খান | |
---|---|
সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় | |
কাজের মেয়াদ ১ নভেম্বর ২০২২ – ৩১ মার্চ ২০২৩ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
মন্ত্রী | আসাদুজ্জামান খাঁন কামাল |
পূর্বসূরী | আখতার হোসেন |
উত্তরসূরী | মোস্তাফিজুর রহমান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বাকেরগঞ্জ, বরিশাল |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
জন্ম ও প্রাথমিক জীবন
আমিনুল ইসলাম খান বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন।
কর্মজীবন
আমিনুল ইসলাম খান ১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮৬ ব্যাচে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে বিভিন্ন মন্ত্রণালয়ে তিনি কাজ করেছেন। কাতারে বাংলাদেশের এ্যাম্বাসির প্রথম সচিব ছিলেন তিনি। যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথের সচিবালয়ের যুব বিষয়ক এশিয়া আঞ্চলিক কেন্দ্রের প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যালামনাই সোসাইটির (ইডাস) সাধারণ সম্পাদক।
১১ ফেব্রুয়ারি ২০২০ সাল থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বও পালন করেছেন।[3]
তথ্যসূত্র
- "মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব আমিনুল, ইআরডিতে ফাতিমা"। দৈনিক সমকাল। ১১ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০।
- "মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব হলেন আমিনুল"। দৈনিক অধিকার। ১১ ফেব্রুয়ারি ২০২০। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০।
- "মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নতুন সচিব"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০।