আমাল মালিক

আমাল মালিক (হিন্দি: अमाल मलिक) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র সঙ্গীত পরিচালক এবং গায়ক। তিনি সর্দার মালিক এর নাতি,দেবু মালিক এর ছেলে ,আরমান মালিক এর ভাই এবং অনু মালিক এর ভাতিজা। আমাল ৮ বছর বয়সেই সঙ্গীত শেখা শুরু করেছিলেন এবং পিয়ানো বাজাতে পছন্দ করতেন। তিনি ২০১৪ সালে সালমান খান এর জয় হো ছবির মাধ্যমে সঙ্গীতের জগতে পা রাখেন। , এরপর তিনি খুবসুরত ছবির নায়না গানটির সঙ্গীত পরিচালনা করেন। [1] তিনি ২০১৫ সালে মেঁ রাহুঁ ইয়া না রাহুঁ গানটির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা পান।

আমাল মালিক
Amaal Mallik
৬১-তম ফিল্মফেয়ার অনুষ্ঠানে আমাল
প্রাথমিক তথ্য
উদ্ভবমুম্বাই, ভারত
ধরন
লেবেলটি- সিরিজ

প্রাথমিক জীবন

আমাল "জামনাবাই নার্সি স্কুল" এ পড়াশোনা করেন এরপর "এন.এম. কলেজ" থেকে বি.কম ডিগ্রী লাভ করেন। তিনি ক্লাসিকাল সঙ্গীতে তার দাদা সর্দার মালিকের কাছ থেকে তালিম নিয়েছিলেন। তিনি "ট্রিনিটি কলেজ অফ মিউজিক" থেকে পিয়ানোর উপর কোর্সও করেছিলেন।

ডিস্কোগ্রাফি

সুরকার হিসেবে

সেই ছবিগুলো নির্দেশ করে যেগুলো এখনও মুক্তি পায় নি।
সালছবিগান'মন্তব্য
2014জয় হো৩ টি গান- তুমকো তো আনা হি থা, লাভ ইউ টিল দ্য অ্যান্ড(হাউস মিক্স), জয় হো জয় হো(টাইটেল ট্রেক)সুরকার হিসেবে প্রথম ছবি
খুবসুরত১ টি গান - নয়না
২০১৫রয়২ টি গান- সুরাজ ডুবা হেঁ, সুরাজ ডুবা হেঁ (ভার্সন ২)ফিল্মফেয়ার পুরস্কার
প্রডিউসারস গিল্ড পুরস্কার
এক পেহেলি লিলা৩ টি গান- তেরে বিন নাহি লাগে (মেল ভার্সন), তেরে বিন নাহি লাগে (ফিমেল ভার্সন), সাইয়ান সুপার্স্টারতেরে বিন নাহি লাগে গানটির আসল সুরকার উজের জেসওয়াল।গানটি আমাল পুনরায় তৈরি করেছিলেন।
অল ইজ ওয়েল১ টি গান- চার শানিবার
হিরো৪ টি গান- মে হু হিরো তেরা (সালমান খান ভার্সন), মে হু হিরো তেরা (আরমান মালিক ভার্সন), মে হু হিরো তেরা (আরমান মালিক ভার্সন (সেড ভার্সন), ও খুদা
ক্যালেন্ডার গার্লস২ টি গান- খুয়াহিশেঁ (রক ভার্সন), খুয়াহিশেঁ (ফিল্ম ভার্সন)
হেট স্টোরি ৩২ টি গান- তুমহে আপনা বানা নে কা, লাভ টু হেট ইউ
২০১৬এয়ার্লিফট৪ টি গান- সোচ না সাকে, সোচ না সাকে (একক ভার্সন), মেরা নাচনা তু, তু ভুলা জিসে
মাস্তিজাদে১ টি গান- রোম রোম রোমান্টিক
সানাম রে৩ টি গান- গাজাব কা হে ইয়ে দিন, হুয়া হে আজ পেহেলি বার, কিয়া তুঝে আব ইয়ে দিল বাতায়েঁ
কাপুর & সন্স২ টি গান- কার গেয়ি চুলকার গেয়ি চুল বাদশা দ্বারা পুনরায় তৈরিকৃত গান।
বাঘী১ টি গান- সাব তেরা
আজহার৩ টি গান- বোল দো না জারা, তু হি না জানে, জিত নে কে লিয়ে
সরবজিত১ টি গান- সালামাত
দো লাফযো কি কাহানি১ টি গান- কুছ তো হেঁ
এম.এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি"সব গান"সব গান হিন্দি,তামিল মারাঠি ভাষায় মুক্তি পেয়েছিল।
বার বার দেখো১ টি গান - সো আসমান
ফোর্স ২১ টি গান - ইশারা

গায়ক হিসেবে

সেই ছবিগুলো নির্দেশ করে যেগুলো এখনও মুক্তি পায় নি।
সালছবিগানমন্তব্য
২০১৫হিরো১ টি গান- ও খুদাসুরকারও তিনি
২০১৬কাপুর & সন্স১ টি গান- বুদ্ধু সা মানসুরকারও তিনি এবং আরমান মালিক ও গানটি গেয়েছেন।
২০১৬ফোর্স ২ক্যাচ মি ইফ ইউ ক্যানসুরকার গৌরভ রোসিন
২০১৬বদ্রিনাথ কি দুলহানিয়াআশিক সারেনডার হুয়াসুরকারও তিনি এবং শেয়া ঘোশালও দানটি গেয়েছেন

ব্যাকগ্রাউন্ড স্কোর

  • খুয়াব - পিভিআর পিকচারস এন্ড বুলসআই এন্টারটেইনমেন্ট

একক

আমাল এই গানগুলোর সুর দিয়েছেন টি - সিরিজ এর সাথে চুক্তির কারণে এবং গানগুলোর প্রযোজক ভুসন কুমার[2]

গানগায়কঅভিনেতা/অভিনেত্রী
জিন্দেগী আ রাহা হুআতিফ আসলামটাইগার শ্রফ
চাল ওয়াহা জাতে হেঅরিজিত সিংটাইগার শ্রফ, কৃতি শ্যানন
মেঁ রাহুঁ ইয়া না রাহুঁআরমান মালিকইমরান হাশমি, এশা গুপ্তা
ওয়েডিং ডা সিজননেহা কক্কর, মিকা সিংশিল্পা শেঠী
তুম হো তো লাগতা হেশানসাকিব সালিম, তাপসী পান্নু
আজানা ফেরারি মআরমান মালিকআরমান মালিক

তথ্যসূত্র

  1. Maheshwari, Neha (২১ ফেব্রুয়ারি ২০১৬)। "Amaal and Armaan Malik: Our father will get the success he deserved through us"Times of India। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৬
  2. "T-Series exclusively signs Amaal Mallik, Armaan Mallik and Shrey Singhal"বলিউড হাঙ্গামা। ২২ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.