আমার জান

আমার জান ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী নাট্ট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আফতাব খান টুলু।[2][3] শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, চম্পা, ওমর সানি, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে।[4]

আমার জান
পরিচালকআফতাব খান টুলু [1]
প্রযোজক
  • অশোক
  • উত্তম
চিত্রনাট্যকারআফতাব খান টুলু
কাহিনিকারনাদিম মাহমুদ
শ্রেষ্ঠাংশে
সুরকারআহমেদ ইমতিয়াজ বুলবুল
চিত্রগ্রাহকআবুল খায়ের
সম্পাদকনাজির হোসেন
পরিবেশকউত্তম কথাচিত্র
মুক্তি১৯৯২
দৈর্ঘ্য২ ঘণ্টা ৩৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ১৯৯২ সালে বাংলাদেশে মুক্তি পায়।মুক্তির পর ছবিটি ব্যাবসায়িক সফল হয়।

অভিনয়ে

সঙ্গীত

আমার জান চলচ্চিত্রের গান লিখেছেন উত্তম কুমার সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, খালিদ হাসান মিলু, সুবীর নন্দী, শুক্লা দে ও বেবী নাজনীন[5]

তথ্যসূত্র

  1. "করোনায় মারা গেলেন শাকিব খানের প্রথম ছবির পরিচালক টুলু"jagonews24.com
  2. রিপোর্ট, স্টার অনলাইন (২৮ জুলাই ২০২০)। "করোনায় চলচ্চিত্র পরিচালক আফতাব খান টুলুর মৃত্যু"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)।
  3. Pratidin, Bangladesh (২ জুলাই ২০২০)। "ছবি রিমেকে আফতাব টুলু"বাংলাদেশ প্রতিদিন
  4. "করোনায় মারা গেলেন চিত্রপরিচালক টুলু"Bangla Tribune। ২৮ জুলাই ২০২০।
  5. "চলচ্চিত্র পরিচালক আফতাব খান টুলুর করোনায় মৃত্যু"Jugantor (ইংরেজি ভাষায়)।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.