আমার জান
আমার জান ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী নাট্ট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আফতাব খান টুলু।[2][3] শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, চম্পা, ওমর সানি, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে।[4]
আমার জান | |
---|---|
পরিচালক | আফতাব খান টুলু [1] |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | আফতাব খান টুলু |
কাহিনিকার | নাদিম মাহমুদ |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | আহমেদ ইমতিয়াজ বুলবুল |
চিত্রগ্রাহক | আবুল খায়ের |
সম্পাদক | নাজির হোসেন |
পরিবেশক | উত্তম কথাচিত্র |
মুক্তি | ১৯৯২ |
দৈর্ঘ্য | ২ ঘণ্টা ৩৫ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৯২ সালে বাংলাদেশে মুক্তি পায়।মুক্তির পর ছবিটি ব্যাবসায়িক সফল হয়।
অভিনয়ে
- চম্পা
- মান্না
- জীনাত
- সুচিতা
- ওমর সানি
- আলীরাজ
- এটিএম শামসুজ্জামান
- দিলদার
- জ্যাকি
- সারিকা
- ববি
- ফকরুল হাসান বৈরাগী
- প্রবীর মিত্র
সঙ্গীত
আমার জান চলচ্চিত্রের গান লিখেছেন উত্তম কুমার সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, খালিদ হাসান মিলু, সুবীর নন্দী, শুক্লা দে ও বেবী নাজনীন।[5]
তথ্যসূত্র
- "করোনায় মারা গেলেন শাকিব খানের প্রথম ছবির পরিচালক টুলু"। jagonews24.com।
- রিপোর্ট, স্টার অনলাইন (২৮ জুলাই ২০২০)। "করোনায় চলচ্চিত্র পরিচালক আফতাব খান টুলুর মৃত্যু"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)।
- Pratidin, Bangladesh (২ জুলাই ২০২০)। "ছবি রিমেকে আফতাব টুলু"। বাংলাদেশ প্রতিদিন।
- "করোনায় মারা গেলেন চিত্রপরিচালক টুলু"। Bangla Tribune। ২৮ জুলাই ২০২০।
- "চলচ্চিত্র পরিচালক আফতাব খান টুলুর করোনায় মৃত্যু"। Jugantor (ইংরেজি ভাষায়)।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আমার জান (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.