আমাদি ইউনিয়ন

আমাদি ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার কয়রা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[1]

আমাদী ইউনিয়ন
ইউনিয়ন
আমাদী ইউনিয়ন
আমাদী ইউনিয়ন
বাংলাদেশে আমাদি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৯′৩২.৩″ উত্তর ৮৯°১৬′৪৭.৬″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাখুলনা জেলা
উপজেলাকয়রা উপজেলা 
সরকার
  চেয়ারম্যানআলহাজ্ব মোঃ জিয়াউর রহমান জুয়েল
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৯২৯১
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ওয়ার্ড সমূহ

আমাদি ইউনিয়নে ৯টি ওয়ার্ড রয়েছে।

  • জায়গীরমহল
  • আমাদী
  • বালিয়াডাঙ্গা
  • ভান্ডারপোল
  • পাটনিখালী
  • চান্নিরচক
  • হরিনগর
  • মসজিদকুড়
  • নাকশা

অবস্থান ও আয়তন

আমাদি ইউনিয়ন এর আয়তন ১০২৫৫ একর।[1]

আমাদি ইউনিয়নের উত্তরে চাঁদখালী ইউনিয়ন, দক্ষিণে কয়রা নদী, পূর্বে মহেশ্বরীপুর ইউনিয়ন এবং পশ্চিমে কপোতাক্ষ নদ অবস্থিত।[2]

নদনদী

আমাদী ইউনিয়নের দক্ষিণ সীমান্তে কয়রা নদী, পশ্চিমে কপোতাক্ষ নদ এবং পূর্ব দিকে শিবসা নদী অবস্থিত।[3]

শিক্ষা প্রতিষ্ঠান

  • খান সাহেব কোমরউদ্দীন কলেজ - ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত। [4]
  • ১নং নাকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ডি এফ নাকশা আলিম মাদ্রাসা
  • মসজিদকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চান্নির চক এল,সি কলেজিয়েট স্কুল ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত।
  • চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়
  • হাতিয়ার ডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়
  • চান্নির চক মাধ্যমিক বালিকা বিদ্যালয়
  • আমাদী জায়গীরমহল তকিমউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়
  • হরিনগর-হাতিয়ার ডাঙ্গা পাবলিক স্কুল
  • সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়, ভান্ডারপোল
  • ৬৭ নং গড় আমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়

বিশিষ্ট ব্যক্তি

  • শহীদ এম এ গফুর
  • খান সাহেব কোমর উদ্দীন
  • খান সাহেব খোকন উদ্দীন
  • খান সাহেব তকিম উদ্দীন
  • মাষ্ঠার সাদেক সানা, নাকশা
  • মাষ্ঠার ওয়াব সানা, নাকশা
  • প্রাক্তন জমিদার মরহুম বশীর উদ্দীন সানা
  • প্রহ্লাদ সানা,চান্নির চক
  • বসন্ত কুমার সানা,চান্নিরচক
  • রশিক লাল সরদার, হাতিয়ার ডাঙ্গা
  • বাশিঁ রাম সরদার, চান্নির চক
  • সারদা চরণ বাছাড়,হাতিয়ার ডাঙ্গা
  • ধীরাজ মোহন মন্ডল, হাতিয়ার ডাঙ্গা
  • ডাঃ বঙ্কিম চন্দ্র সিংহ, আমাদী
  • করুণা কান্তী বাছাড়, হাতিয়ার ডাঙ্গা
  • ড.দীজেন্দ্র লাল সানা,কিনুকাটি বেড়বাড়ি
  • ভবানী পদ সরদার,হাতিয়ার ডাঙ্গা
  • কালী চরণ সরদার, হরিকাটি
  • নৃপেন্দ্রনাথ মন্ডল,হাতিয়ার ডাঙ্গা

দর্শনীয় স্থান

  • মসজিদকুঁড় মসজিদ (নির্মাতা- খান জাহান আলী)
  • আমাদী দীঘি
  • জায়গীরমহল ওয়াবদার পুরনো বাড়ি
  • নাকশা পূর্বপাড়া নদীর ধার
  • ঐতিহাসিক বটতলা মসজিদ
  • চান্নিরচক সার্ব্বজনীন দুর্গা মন্দির
  • শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, হাতিয়ার ডাঙ্গা
  • শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির,কাঁটাখালী
  • সার্বজনীন কালীমন্দির, কাঁটাখালী

বেতার

  • রেডিও সুন্দরবন এফ এম ৯৮.৮

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:কয়রা উপজেলা

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.