আমাইন্দকরাই

আমাইন্দকরাই, বা আমিঞ্জিকরাই, দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি অতি প্রাচীন অঞ্চল৷ ৪৮ নং জাতীয় সড়কের অংশ ইভিআর পেরিয়ার সালাই এই লোকালয়ে ওপর দিয়ে দীর্ঘায়িত৷ ১৯৪৬ খ্রিস্টাব্দে আমাইন্দকরাই মাদ্রাজ জেলার অন্তর্ভুক্ত হয় এবং ১৯৫০ ও ১৯৭০ খ্রিস্টাব্দে এখান থেকে অরুমবক্কমআন্নানগর লোকালয়দুটি পৃৃৃথক করা হয়৷ আমাইন্দকরই হয়ে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত নেলসন মানিকম রোড চেন্নাইয়ের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সড়ক৷

আমাইন্দকরাই
அமைந்தக்கரை
চেন্নাইয়ের অঞ্চল
আমাইন্দকরাই
আমাইন্দকরাই
আমাইন্দকরাই
স্থানাঙ্ক: ১৩°০৫′ উত্তর ৮০°১৪′ পূর্ব
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেন্নাই
মহানগরচেন্নাই
সরকার
  শাসকচেন্নাই পুরনিগম
ভাষা
  দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০০০২৯
যানবাহন নিবন্ধনTN 02 (টিএন ০২)
লোকসভা নির্বাচন কেন্দ্রমধ্য চেন্নাই
বিধানসভা নির্বাচন কেন্দ্রআন্নানগর
নগর পরিকল্পনাসিএমডিএ
সিভিক এজেন্সিচেন্নাই পুরসভা
ওয়েবসাইটwww.chennai.tn.nic.in

ইতিহাস

কুবম নদী দ্বারা বাহিত হয়ে পলি দ্বারা বঙ্গোপসাগরে তৈরী হয় ব-দ্বীপ৷ তামিল ভাষায় আমাইন্দকরাই অর্থ নবগঠিত তটভূমি তথা ব-দ্বীপ বা নদীদ্বীপ৷ ব্রিটিশ কালে এই আমাইন্দকরাই-ই আমাঞ্জিকরাইতে পরিণত হয়৷

আবার আরেকটি মত অনুসারে আমাইন্দ শব্দটি এসেছে অমঞ্জুতল থেকে যার অর্থ 'মুক্ত সম্প্রদায় পরিষেবা'৷ সম্ভবত নদীর ঘাতে পরিষেবা থেকে ছিন্ন হয়ে স্থানীয়রা প্রয়োজনীয় পরিষেবাগুলি বিনামূল্যে পেয়েছিলেন, যেখানে করাই অর্থ তীর৷[1]

পরিবহন

আমাইন্দকরাইয়ের নিকটবর্তী রেলস্টেশন হলো নুঙ্গমবক্কম রেলওয়ে স্টেশন৷

অবস্থান

আমাইন্দকরাইয়ের উত্তর দিকে সেনাইনগর, উত্তর-পূর্ব দিকে কীলবক্কম, পূর্ব দিকে শেঠপট্টু, দক্ষিণ দিকে নুঙ্গমবক্কম, দক্ষিণ-পশ্চিম দিকে শূলাইমেড়ু, পশ্চিম দিকে অরুমবক্কম ও উত্তর-পশ্চিম দিকে রয়েছে আন্নানগর৷

তথ্যসূত্র

  1. C_s_srinivasachari, C_s_srinivasachari (২০১৫-০৮-২৩)। History_Of_The_City_Of_Madras (ইংরেজি ভাষায়)। Creative Media Partners, LLC। আইএসবিএন 978-1-340-08846-0।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.