আভেশ খান
আভেশ খান (জন্ম ১৩ ডিসেম্বর ১৯৯৬) একজন ভারতীয় ক্রিকেটার।[1] ২০১৫ সালের ডিসেম্বরে, ২০১৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য ভারতীয় স্কোয়াডে তিনি স্থান পান।[2] ২০১৭ সালের ১৪ মে, ২০১৭ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ প্রতিযোগিতায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে টুয়েন্টি২০ ক্রিকেটে তার অভিষেক হয়।[3]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | আভেশ খান |
জন্ম | ইন্দোর, মধ্যপ্রদেশ, ভারত | ১৩ ডিসেম্বর ১৯৯৬
ব্যাটিংয়ের ধরন | ডান-হাতি |
বোলিংয়ের ধরন | ডান-হাতি ফাস্ট |
ভূমিকা | বোলার |
ঘরোয়া দলের তথ্য | |
বছর | দল |
২০১৭-বর্তমান | মধ্য প্রদেশ |
২০১৭ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর |
২০১৮-২০২১ | দিল্লি ক্যাপিটালস |
উৎস: ক্রিকইনফো, ২৩ ফেব্রুয়ারি ২০২১ |
২০১৮ সালের জানুয়ারিতে, ২০১৮ আইপিএল নিলামে ₹ ৭৫ লাখ (US$ ৯১,৭০০) বিনিময়ে দিল্লি ক্যাপিটালস তাকে ক্রয় করে নেয়।[4] ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি ২০১৭-১৮ বিজয় হাজারে ট্রফিতে মধ্য প্রদেশের হয়ে লিস্ট এ ক্রিকেটে তার অভিষেক হয়।[5]
সাত খেলায় ৩৫টি উইকেট নিয়ে তিনি ছিলেন ২০১৮-১৯ রনজি ট্রফি প্রতিযোগিতার সেরা উইকেট শিকারী।[6] ২০১৯ এর অক্টোবরে, ২০১৯-২০ দেওধর ট্রফি প্রতিযোগিতার জন্য ভারত সি দলের সদস্য নির্বাচিত হন।[7]
২০২১ এর জানুয়ারিতে, ইংল্যান্ডের বিপরীতে টেস্ট সিরিজের জন্য নির্বাচিত ৫ জন নেট বোলারের মধ্যে তিনিও ছিলেন একজন।[8]
তথ্যসূত্র
- "Avesh Khan"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৫।
- "Ishan Kishan to lead India at U19 World Cup"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৫।
- "Indian Premier League, 56th match: Delhi Daredevils v Royal Challengers Bangalore at Delhi, May 14, 2017"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৭।
- "List of sold and unsold players"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮।
- "Group C, Vijay Hazare Trophy at Chennai, Feb 5 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৮।
- "Ranji Trophy, 2018/19 - Madhya Pradesh: Batting and bowling averages"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯।
- "Deodhar Trophy 2019: Hanuma Vihari, Parthiv, Shubman to lead; Yashasvi earns call-up"। SportStar। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯।
- "Kohli, Hardik, Ishant return to India's 18-member squad for England Tests"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১।