আভা গার্ডনার

আভা লাভিনিয়া গার্ডনার (ইংরেজি: Ava Lavinia Gardner; ২৪ ডিসেম্বর ১৯২২ - ২৫ জানুয়ারি ১৯৯০)[1] ছিলেন একজন মার্কিন অভিনেত্রী ও গায়িকা। তিনি ১৯৪১ সালে মেট্রো-গোল্ডউইন-মেয়ার কোম্পানির সাথে চুক্তি সাক্ষর করেন এবং কয়েকটি ছোট চরিত্রে অভিনয়ের পর দ্য কিলার্স (১৯৪৬) ছবিতে অভিনয় করে সকলের নজর কাড়েন। তিনি মোগ্যাম্বো (১৯৫৩) ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং অপর কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে তিনটি বাফটা পুরস্কার ও একটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

আভা গার্ডনার
Ava Gardner
১৯৪০-এর দশকে প্রচারণামূলক ছবিতে গার্ডনার
জন্ম
আভা লাভিনিয়া গার্ডনার

(১৯২২-১২-২৪)২৪ ডিসেম্বর ১৯২২
মৃত্যু২৫ জানুয়ারি ১৯৯০(1990-01-25) (বয়স ৬৭)
ওয়েস্ট মিনস্টার, লন্ডন, ইংল্যান্ড
সমাধিসানসেট মেমোরিয়াল পার্ক, স্মিথফিল্ড, নর্থ ক্যারোলাইনা
মাতৃশিক্ষায়তনআটলান্টিক ক্রিশ্চিয়ান কলেজ
পেশাঅভিনেত্রী, গায়িকা
কর্মজীবন১৯৪১-১৯৮৬
দাম্পত্য সঙ্গীমিকি রুনি (বি. ১৯৪২; বিচ্ছেদ. ১৯৪৩)
আর্টি শ (বি. ১৯৪৫; বিচ্ছেদ. ১৯৪৬)
ফ্রাঙ্ক সিনাত্রা (বি. ১৯৫১; বিচ্ছেদ. ১৯৫৭)

গার্ডনার ১৯৪০ থেকে ১৯৭০-এর দশকে কয়েকটি বিশাল নির্মাণ ব্যয়ের চলচ্চিত্রে অভিনয় করেন, তন্মধ্যে রয়েছে দ্য হাকস্টার্স (১৯৪৭), শো বোট (১৯৫১), প্যান্ডোরা অ্যান্ড দ্য ফ্লাইং ডাচম্যান (১৯৫১), দ্য স্নোস অব কিলিমানজারো (১৯৫২), দ্য বেয়ারফুট কনটেসা (১৯৫৪), ভোওয়ানি জাংশন (১৯৫৬), অন দ্য বিচ (১৯৫৯), ফিফটি ফাইভ ডেজ অ্যাট পেকিং (১৯৬৩), সেভেন ডেজ ইন মে (১৯৬৪), দ্য নাইট অব দ্য ইগুয়ানা (১৯৬৪), দ্য বাইবেল: ইন দ্য বিগিনিং... (১৯৬৬), দ্য লাইফ অ্যান্ড টাইমস অব জাজ রয় বিন (১৯৭২), আর্থকোয়াক (১৯৭৪), এবং দ্য ক্যাসান্ড্রা ক্রসিং (১৯৭৬)।

তিনি ১৯৯০ সালে ৬৭ বছর বয়সে মৃত্যুর চার বছর পূর্ব পর্যন্ত নিয়মিত অভিনয় করে যান। ১৯৯৭ সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট তাদের ধ্রুপদী হলিউড চলচ্চিত্রের সেরা ২৫ নারী তারকা তালিকায় তাকে ২৫তম স্থান প্রদান করে।[2]

তথ্যসূত্র

  1. "Ava Gardner"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৮
  2. "AFI's 100 Years...100 Stars - AFI's 50 GREATEST AMERICAN SCREEN LEGENDS"এএফআইআমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। ১৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.