আভাস
আভাস ২০১৭ সালে গঠিত ঢাকা ভিত্তিক বাংলা রক ব্যান্ড। তানজির তুহিন (কণ্ঠ), রাজু শেখ (বেস), সুমন মনজুরুল (লিড), রিঙ্কু ইমাম (ড্রাম) শাওন কাইয়্যুম (কিবোর্ড)- এই পাঁচজনের সমন্বয়ে গঠিত হয়। ২০২০ সালের হিসেবে ব্যান্ডটির তিনটি একক প্রকাশিত হয়েছে।
আভাস | |
---|---|
উদ্ভব | ঢাকা, বাংলাদেশ |
ধরন | |
কার্যকাল | ২০১৭-বর্তমান |
সদস্যবৃন্দ |
|
ওয়েবসাইট | https://www.avash.net |
ইতিহাস
গঠন
২০১৭ সালে শিরোনামহীনের সাবেক ভোকাল তানজির তুহিন ব্যান্ডটির সঙ্গে অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়েন,[1][2] এবং ৭ অক্টোবর তিনি ব্যান্ড ত্যাগ করেন।[3] একই বছর ১৬ ডিসেম্বর[বিদ্র 1] তুহিন (কণ্ঠ), রাজু শেখ (বেস), সুমন মনজুরুল (লিড), রিঙ্কু ইমাম (ড্রাম) শাওন কাইয়্যুম (কিবোর্ড) পাঁচজন মিলে আভাস ব্যান্ড গঠন করেন।[5][6] ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দলটি তাদের প্রথম সরাসরি পরিবেশনায় অংশ নেয়।
২০১৮ সালে আগস্টে দলটির অভিষেক একক "মানুষ-১" প্রকাশিত হয়।[5][7] পরবর্তীতে ২০১৯ সালের ২৭ জানুয়ারি "আভাস" শিরোনামে দলটি তাদের স্বনামের ট্র্যাক প্রকাশ করে।[5][6][7] ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি "বাস্তব" শিরোনামে দলটির সর্বশেষ একক প্রকাশিত হয়।[5][7] গানটির সঙ্গীত ভিডিও পরিচালনা করেছেন আরিফুর রহমান।[8]
২০১৭: আইনি যুদ্ধ
শিরোনামহীন ত্যাগের পর তানজির তুহীন আভাস ব্যান্ডের হয়ে শিরোনামহীনের গানগুলি বিভিন্ন সরাসরি অনুষ্ঠানে পরিবেশন করতে থাকেন। ২০১৯ সালে বাংলাদেশ কপিরাইট অফিসের ভাষ্য অনুযায়ী গানগুলির গীতিকার এবং সুরকার সূত্রে আইনগত সত্ত্বাধিকারী শিরোনামহীনের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান।[9] ফলে গানগুলি পরিবেশনের আইনত বাধ্যবাধকতা রয়েছে।[9][10] সে বছরের আগস্টে কপিরাইট অফিসের রায় অগ্রাহ্য করে তুহিন পরিবেশনা অব্যহত রাখলে শিরোনামহীন আদালতে অভিযোগ জানায়। ফলে আদালত তুহীন ও তার ব্যান্ড আভাসকে শিরোনামহীনের গান পরিবেশনে আইনগত নিষেধাজ্ঞা জারি করে।[10][9] এই রায়ের বিরুদ্ধে আভাস ব্যান্ড আপিল জানালে, ২০১৯ সালের ২১ অক্টোবর শিরোনামহীন ব্যান্ডের ৪৯টি গানের বিষয়ে আদালতের দেয়া নিষেধাজ্ঞার আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে উচ্চ আদালত।[9][10] পরবর্তীতে উক্ত আইনের প্রেক্ষিতে শিরোনামহীন ব্যান্ড দল পুনারায় উচ্চ আদালতে আপিল জানালে, ২০২০ সালের ২০ জানুয়ারি শিরোনামহীন নিজেদের পক্ষে মামলা জিতে।[9][11]
সদস্য
- তানজির তুহিন (২০১৭-বর্তমান) – কণ্ঠ
- রাজু শেখ (২০১৭-বর্তমান) – বেস
- সুমন মনজুরুল (২০১৭-বর্তমান) – লিড
- রিঙ্কু ইমাম (২০১৭-বর্তমান) – ড্রাম
- শাওন কাইয়্যুম (২০১৭-বর্তমান) – কিবোর্ড
টিকা
- ব্যান্ডটি ১৬ ডিসেম্বর ২০১৭ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা করে। (প্রাথমিক উৎস)[4]
তথ্যসূত্র
- আহমেদ, মিতুল (৯ অক্টোবর ২০১৭)। "তুহীনের অভিযোগ, শিরোনামহীনের জবাব"। চ্যানেল আই। ১১ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "Tuhin reveals the reason behind leaving Shironamhin" (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৭ অক্টোবর ২০১৭। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৭।
- "নতুন সদস্য নিয়ে শিরোনামহীন"। দৈনিক প্রথম আলো। ২৬ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০।
- আভাস।
- "ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসছে 'আভাস'র নতুন গান"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২১ জানুয়ারি ২০২০। ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২০।
- "'আভাস' নামেই আভাস ব্যান্ডের গান"। দৈনিক প্রথম আলো। ২৮ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২০।
- "আসছে আভাস ব্যান্ডের তৃতীয় গান"। জাগো নিউজ। ২১ জানুয়ারি ২০২০। ২২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২০।
- "'আভাস'-এর পর তানযীর তুহীনের 'বাস্তব'"। চ্যানেল আই অনলাইন। ২৪ ফেব্রুয়ারি ২০২০। ১৩ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২০।
- "শিরোনামহীন'র গান গাইতে পারবেন না তুহিন"। কালের কণ্ঠ। ২১ জানুয়ারি ২০২০। ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০।
- "'শিরোনামহীন'র গান গাইতে পারবে না 'আভাস'"। সময় টিভি। ২০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০।
- "'শিরোনামহীন' ব্যান্ডের গান গাইতে পারবে না তুহিনের 'আভাস'"। বাংলা ট্রিবিউন। ২০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০।
উৎস
- আভাস। "সম্পর্কে" (ইংরেজি ভাষায়)। আভাস। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২০।