আব্বাস (২০১৯-এর চলচ্চিত্র)
আব্বাস হল ২০১৯ সালের একটি বাংলাদেশি মারপিট-অপরাধধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন সাইফ চন্দন এবং প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নিরব, সোহানা সাবা ও সূচনা আজাদ। চলচ্চিত্রটির মাধ্যমে নেপথ্য সংগীতশিল্পী হিসেবে অভিষেক ঘটে সোহানা সাবার।[1][2][3] আব্বাস সাইফ চন্দনের দ্বিতীয় পরিচালিত চলচ্চিত্র।[2] বিশেষ একটি চরিত্রে দেখা আইটেম গার্ল নায়লা নাঈম অভিনয় করেছেন।[4]
আব্বাস | |
---|---|
পরিচালক | সাইফ চন্দন |
প্রযোজক | ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট |
রচয়িতা | জসিম উদদীন |
চিত্রনাট্যকার | সাইফ চন্দন |
শ্রেষ্ঠাংশে | নিরব সোহানা সাবা সূচনা আজাদ আলেকজান্ডার বো জয়রাজ |
সুরকার | আহমেদ হুমায়ুন |
চিত্রগ্রাহক | আশিকুজ্জামান অপু |
প্রযোজনা কোম্পানি | ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট |
মুক্তি | ৫ জুলাই ২০১৯ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনি সংক্ষেপ
পুরান ঢাকার একটি ছেলে আব্বাস (নিরব)। সে একজন মাস্তান। তার জীবনের গল্পকে ঘিরে এগিয়ে যায় চলচ্চিত্রটির গল্প।
অভিনয়ে
- নিরব - আব্বাস
- সোহানা সাবা - চুটকি
- সূচনা আজাদ - ডালিয়া
- আলেকজান্ডার বো - জাপানি
- জয়রাজ - রহমান
- ডন - জব্বার জোয়াদ্দার
- শিবা শানু
- ইলোরা গহর - নাজমা জোয়াদ্দার
- সমাপ্তি মাসুক - পাপন
- নুসরাত জাহান পাপিয়া - জব্বার জোয়াদ্দারের স্ত্রী
- শিমুল খান - আসাদ
- নায়লা নাঈম - বিশেষ উপস্থিতি
- আইরিন সুলতানা - বিশেষ উপস্থিতি
নির্মাণ
২০১৭ সালের শেষ দিকে শুরু হয় চলচ্চিত্রটির নির্মাণ। ২০১৯ সালের মে মাসে চলচ্চিত্রটির নির্মাণ সম্পন্ন হয়।[5] ২০১৯ সালের ১৬ জুন চলচ্চিত্রটি বিনা কর্তনে ছাড়পত্র পায়।[2][4][6]
তথ্যসূত্র
- "প্লেব্যাকে সাবা"। কালের কণ্ঠ। ১৭ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৯।
- "বিনাকর্তনে সেন্সর পেল নিরব-সোহানা সাবার 'আব্বাস'"। চ্যানেল আই। ১৭ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৯।
- "নায়িকা থেকে গায়িকা!"। আমাদের সময়। ৪ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯।
- "নিজেকে ভেঙেছেন নিরব"। প্রথম আলো। ১৮ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৯।
- "ঈদের পরে আসছে 'আব্বাস'"। কালের কণ্ঠ। ১৬ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৯।
- "'আব্বাস'-এর ফার্স্টলুক প্রকাশ"। বাংলাদেশ প্রতিদিন। ২০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৯।
- "স্টার সিনেপ্লেক্স, যমুনাসহ দেশের ৩৭ হলে 'আব্বাস'"। কালের কণ্ঠ। ৪ জুলাই ২০১৯। ৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯।
- "আব্বাস আসছে..."। প্রথম আলো। ৪ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯।
- "সারাদেশে 'আব্বাস'"। ইত্তেফাক। ৫ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.