আব্দুল মুত্তাকিম চৌধুরী

আব্দুল মুত্তাকিম চৌধুরী বাংলাদেশের মৌলভীবাজার জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন পূর্ব-পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য, তৎকালীন গণপরিষদ সদস্য ও তৎকালীন সিলেট-১৩ আসনের সংসদ সদস্য ছিলেন।[1]

ব্যারিস্টার

আব্দুল মুত্তাকিম চৌধুরী
পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য
কাজের মেয়াদ
৭ ডিসেম্বর ১৯৭০  ৫ মার্চ ১৯৭১
সিলেট-১৩ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মার্চ ১৯৭৩  ৬ নভেম্বর ১৯৭৬
ব্যক্তিগত বিবরণ
জন্মমৌলভীবাজার, আসাম, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

প্রাথমিক জীবন

আব্দুল মুত্তাকিম চৌধুরী মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা তজম্মল আলী চৌধুরী।[2]

রাজনৈতিক জীবন

আব্দুল মুত্তাকিম চৌধুরী পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসাবে পাকিস্তানের তৃতীয় জাতীয় পরিষদের সদস্য ছিলেন।[3][4] তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলনবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের প্রার্থী হিসেবে এমএলএ নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তিনি ভূমিকা রাখেন। স্বাধীন বাংলাদেশে তিনি গণপরিষদ সদস্য ছিলেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[1]

চৌধুরী বাংলাদেশের সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের সংবিধানে এমন একটি বিধান রাখার পক্ষে যুক্তি দিয়েছিলেন যে সংসদ সদস্যদের দল থেকে বহিষ্কার করা হলে সংসদ থেকেও তাদের বহিষ্কারের অনুমতি দেওয়া হয়।[5]

স্বাধীনতার পর তিনি জাপান ও জার্মানীতে বাংলাদেশের রাষ্ট্রদুত হিসেবে দায়িত্ব পালন করেন।[2]

তথ্যসূত্র

  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  2. "মৌলভীবাজার জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৯ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২০
  3. "LIST OF MEMBERS OF THE 3RD NATIONAL ASSEMBLY OF PAKISTAN FROM 1962-1964" (পিডিএফ)na.gov.pk। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২১
  4. Assembly, Pakistan National। Debates: Official Report (ইংরেজি ভাষায়)। Manager of Publications.। পৃষ্ঠা 84।
  5. "20th Anniversary Supplement"archive.thedailystar.net। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.