আব্দুল মজিদ তালুকদার

আব্দুল মজিদ তালুকদার বাংলাদেশী রাজনীতিবিদ এবং বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি তিনবার নির্বাচিত (১৯৭৯, ১৯৯১[1]জুন ১৯৯৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচিত সংসদ সদস্য[2][3][4]

আব্দুল মজিদ তালুকদার
বগুড়া-৩ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৭৯  ১৯৮২
পূর্বসূরীহাসান আলী তালুকদার
উত্তরসূরীএ বি এম শাহজাহান
কাজের মেয়াদ
১৯৯১  ফেব্রুয়ারি ১৯৯৬
পূর্বসূরীএ বি এম শাহজাহান
উত্তরসূরীমোঃ গোলাম মাওলা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
জুন ১৯৯৬
পূর্বসূরীমোঃ গোলাম মাওলা
উত্তরসূরীআব্দুল মোমেন তালুকদার
ব্যক্তিগত বিবরণ
জন্মবগুড়া
মৃত্যু২০০২
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
অন্যান্য
রাজনৈতিক দল
বাংলাদেশ মুসলিম লীগ
সন্তানআব্দুল মোমেন তালুকদার
জীবিকাব্যবসা ও রাজনীতি

জন্ম ও প্রাথমিক জীবন

আব্দুল মজিদ তালুকদার বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন

আব্দুল মজিদ তালুকদার মুক্তিযুদ্ধের সময় কালে মুসলিম লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও ১৯৭৯ সালে বিএনপি যোগ দেন, এর পর তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে, ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে বগুড়া-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। বার্ধক্য জনিত কারণে ২০০১ সালে নির্বাচনে তার স্থলে এমপি নির্বাচিত হন তার ছেলে আব্দুল মোমিন তালুকদার[2][3][4][5]

বিতর্ক

তার বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নির্যাতন, অপহরণ, হত্যা-গণহত্যাসহ তিনটি অভিযোগ আছে। অভিযোগ ছিল তিনি মুক্তিযোদ্ধা মাহতাব আলীকে ধরার জন্য পাক সেনাদের সঙ্গে নিয়ে কোমারপুর গ্রামে অভিযান চালান। কিন্তু তাকে ধরতে না পেরে বড়ো ভাই আয়নুল হককে ধরে নিয়ে গেলে আর সন্ধান মেলেনি। একই অভিযোগে তার ছেলে আব্দুল মোমিন তালুকদার পলাতক আছেন। [6]

পারিবারিক জীবন

আব্দুল মজিদ তালুকদারের মৃত্যুর পর তার ছেলে আব্দুল মোমিন তালুকদার ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। যিনি (আব্দুল মোমেন তালুকদার) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ মামলায় থাকায় বর্তমানে পলাতক। মজিদ তালুকদারের আরেক ছেলে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আব্দুল মুহিত তালুকদার। [7]

মৃত্যু

আব্দুল মজিদ তালুকদার ২০০২ সালে মে মাসে বার্ধক্য জনিত কারণে মারা যান।

তথ্যসূত্র

  1. "আবদুল মজিদ তালুকদার"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫
  2. "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  3. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  4. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  5. "বগুড়া-৩ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে নতুন মুখ"দৈনিক সমকাল। ২১ মে ২০১৭।
  6. "বগুড়া-৩: লড়াই হবে ৮ প্রার্থীর | সারাদেশ"ittefaq। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫
  7. "বগুড়া-৩ আসনে প্রার্থীশূন্য বিএনপি"ডিবিসি নিউজ টেলিভিশন। ১৮ ডিসে ২০১৮। ৩০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.