আবদুল্লাহ আল নোমান

আবদুল্লাহ আল নোমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ[1] এবং সাবেক সংসদ সদস্য, মৎস্য মন্ত্রী এবং খাদ্য মন্ত্রী।[2]

আবদুল্লাহ আল নোমান
বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
কাজের মেয়াদ
১৯৯১  ১৯৯৬
প্রধানমন্ত্রীখালেদা জিয়া
বাংলাদেশের খাদ্য মন্ত্রী
কাজের মেয়াদ
১৩ মার্চ ২০০২  ২৯ অক্টোবর ২০০৬
প্রধানমন্ত্রীখালেদা জিয়া
চট্টগ্রাম-৯ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৯১  ১৯৯৬
পূর্বসূরীসেকান্দার হোসেন মিয়া
উত্তরসূরীএম এ মান্নান
কাজের মেয়াদ
২০০১  ২০০৬
পূর্বসূরীএম এ মান্নান
উত্তরসূরীআফছারুল আমীন
ব্যক্তিগত বিবরণ
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

কর্মজীবন

১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালী থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।[2] ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য মন্ত্রণালয়[1] এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি।[1]

নির্বাচন

সাধারণ নির্বাচন সংসদীয় আসন ভোট শতাংশ (মোট ভোট) রাজনৈতিক দল ফলাফল
২০০৮চট্টগ্রাম-৯১২৭,৮১৫৪৫.৩বাংলাদেশ জাতীয়তাবাদী দলপরাজিত
২০০১চট্টগ্রাম-৯১৩১,৬৩৯৫২.৮বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিজয়ী
১৯৯৬চট্টগ্রাম-৯৮৫,১৭১৪১.৯বাংলাদেশ জাতীয়তাবাদী দলপরাজিত
১৯৯১চট্টগ্রাম-৯৪৯,৮১৮৪৫.২বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিজয়ী

তথ্যসূত্র

  1. "চট্টগ্রাম-১০ আসনে নোমান, বন্দরে খসরু"bdnews24.com। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৮
  2. "আ'লীগে প্রার্থীর ছড়াছড়ি বিএনপিতে নোমান"www.jugantor.com। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.