আবেশক
ইন্ডাক্টর বা আবেশক বা কয়েল (ইংরেজি: Inductor বা Choke বা Coil) পরিবাহী তার (wire) পরিবেষ্টিত উপাদান যার কেন্দ্রীয় অংশ (core) সাধারনতঃ লৌহ বৈশিষ্ট (ferrous) হয়, কেন্দ্রতে অলৌহ উপাদান (non-ferrous material) বা বায়ু (air) থাকতে পারে। আবেশক দুই-প্রান্ত বিশিষ্ট প্যাসিভ বৈদ্যুতিক উপাদান, যখন এটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তখন সেটি একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে শক্তি সঞ্চয় করে।[1] উপাদানটি বৈদ্যুতিক ও ইলেকট্রনিক বর্তনীতে ব্যবহৃত হয়। এটির মধ্যদিয়ে পরিবর্তী তড়িৎ প্রবাহ সঞ্চালনে এর চারপাশে তড়িচ্চুম্বকীয় আবেশ সৃষ্টি হয় ও ফলে বিদ্যুৎশক্তি বাধাপ্রাপ্ত (inductive reactance) হয়। আবেশককে চুম্বকীয় বর্তনীর রোধ হিসেবে ধরা যায়।
ধরন | প্যাসিভ |
---|---|
কার্যনীতি | তড়িচ্চুম্বকীয় আবেশ |
প্রথম প্রস্তুতকরণের তারিখ | মাইকেল ফ্যারাডে (১৮৩১) |
ইলেকট্রনিক প্রতীক | |
অন্যান্য বিবরণ
- প্রতীক: ইংরেজির [L] অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় (Denoted by).
- একক: (H) (Unit).
- প্রতিপাদিক একক: হেনরি
- মৌলিক: Wb/A = V·s/A = kg·m2·s−2·A−2
ব্যবহার
ৱেডিও তে আবেশকের ৱ্যবহার অপৱিহারয।
তথ্যসূত্র
- Alexander, Charles; Sadiku, Matthew. 'Fundamentals of Electric Circuits (3 ed.).. McGraw-Hill. p.২১১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.