আবেদি পেলে
আবেদি আয়েয়ু, পেশাগত জীবনে আবেদি পেলে (জন্ম: ৫ নভেম্বর, ১৯৬৪) নামেই সমধিক পরিচিত, ঘানার জাতীয় দলের সাবেক ফুটবলার ও অধিনায়ক এবং সাবেক আফ্রিকান ফুটবলার অফ দ্যা ইয়ার। তিনি তার চমৎকার ক্রীড়াশৈলীর জন্য প্রখ্যাত ব্রাজিলীয় ফুটবলার পেলের নামে পরিচিত হয়ে উঠেন।
![]() | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আবেদি আয়েয়ু | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের আক্রমনভাগ | ||
যুব পর্যায় | |||
197?–1978 | Great Falcons | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
1980–1982 | Real Tamale United | 46 | (21) |
1982–1983 | Al Sadd | 8 | (7) |
1983–1984 | Zürich | 18 | (9) |
1984 | Dragons l'Ouémé | 8 | (11) |
1985 | Real Tamale United | 19 | (7) |
1987 | Mulhouse | 16 | (5) |
1987–1989 | Marseille | 9 | (0) |
1988–1990 | Lille | 61 | (16) |
1990–1993 | Marseille | 103 | (23) |
1993–1994 | Lyon | 29 | (3) |
1994–1996 | Torino | 49 | (11) |
1996–1998 | 1860 Munich | 50 | (2) |
1998–2000 | Al Ain | 31 | (28) |
মোট | 479 | (157) | |
জাতীয় দল | |||
1982–1998 | Ghana | 67 | (33) |
পরিচালিত দল | |||
2004– | Nania F.C. (Head Coach and President) | ||
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
আবেদি পেলে ঘানার হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ফুটবল খেলায় অংশ গ্রহণ করেছেন এবং সর্বোচ্চ গোলদাতা; তিনি মোট ৭৩টি আন্তর্জাতিক খেলায় অংশ নিয়ে ৩৩টি গোল করেছেন। তিনি ১৯৯১, ১৯৯২, ১৯৯৩ সালের আফ্রিকার বর্ষ সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.