আবু সোলায়মান চৌধুরী

আবু সোলায়মান চৌধুরী একজন মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের সাবেক মন্ত্রিপরিষদ সচিব ছিলেন।[1][2]

আবু সোলায়মান চৌধুরী
জন্ম
মৃত্যু২৭ সেপ্টেম্বর ২০১৯
ইউনাইটেড হাসপাতাল, ঢাকা
জাতীয়তাবাংলাদেশি
পেশাসরকারি কর্মকর্তা
পরিচিতির কারণমন্ত্রিপরিষদ সচিব

জীবনী

আবু সোলায়মান চৌধুরী ১৯৭৩ সালে বাংলাদেশ সরকারের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।[2] তিনি কর্মজীবনে ঢাকাপাবনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া, তিনি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও মন্ত্রিপরিষদ সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।[1][2] মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে তিনি মতিউর রহমানের সমাধি পাকিস্তান থেকে বাংলাদেশে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।[2] এছাড়া, তিনি বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশন ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[2] ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাথেও যুক্ত ছিলেন তিনি।[3][4] আবু সোলায়মান চৌধুরী ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।[1][5][6]

তথ্যসূত্র

  1. "সাবেক মন্ত্রিপরিষদ সচিব আবু সোলায়মান চৌধুরীর ইন্তেকাল"দৈনিক আজাদী। ২৯ সেপ্টেম্বর ২০১৯। ৩০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৯
  2. "মুক্তিযোদ্ধা সাবেক সচিব আবু সোলায়মান চৌধুরীর ইন্তেকাল"কালের কণ্ঠ। ২৯ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৯
  3. "চট্টগ্রাম সমিতি-ঢাকা'র ট্রাস্টি বোর্ড গঠন"বাংলানিউজ২৪.কম। ৩১ জুলাই ২০১৬। ১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৯
  4. "Solaiman, Abu Alam new leaders of Chittagong Samiti-Dhaka"The Daily Star। ১ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৯
  5. "সাবেক মন্ত্রী পরিষদ সচিব সোলায়মান চৌধুরী আর নেই"একুশে টেলিভিশন। ২৮ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৯
  6. "সাবেক কেবিনেট সচিবের মৃত্যু"ইনকিলাব। ২৯ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.