আবু বকর শিবলী
শেখ আবু বকর শিবলী (৮৬১-৯৪৬) ছিলেন ইরাকের একজন বিদগ্ধ পণ্ডিত এবং সুফি।[2] তিনি জুনায়েদ বাগদাদীর শিষ্য ছিলেন।
মুসলিম তপস্বী শেখ আবু বকর শিবলী | |
---|---|
জন্ম | ৮৬১ |
মৃত্যু | ৯৪৬[1] |
জাতিভুক্ত | পারসীক |
মূল আগ্রহ | সুফিবাদ, ঐশ্বরিক প্রেম |
উল্লেখযোগ্য ধারণা | ঐশ্বরিক প্রেম |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন
|
সুফিবাদ এবং তরিকা |
---|
![]() |
![]() ![]() |
হযরত আবু বকর শিবলী ললাটে প্রিয়নবী (দঃ) চুম্বন করেছেন
আল্লামা সাখাবী (রাহমাতুল্লাহি আলাইহি) বর্ণনা করেন, ক্বারী আবু বকর ইবনে মোজাহেদের (রাহমাতুল্লাহি আলাইহি) নিকট আমি ছিলাম। এ সময় হযরত আবু বকর শিবলী (রাহমাতুল্লাহি আলাইহি) আগমন করেন। তখন হযরত আবু বকর ইবনে মোজাহেদ (রাহমাতুল্লাহি আলাইহি),হযরত আবু বকর শিবলী (রাহমাতুল্লাহি আলাইহি) কে অভ্যর্থনা জানিয়ে আলিঙ্গন করলেন এবং তার ললাটে চুম্বন করলেন। তখন আমি আরজ করলাম, “আপনি শিবলী (রাহমাতুল্লাহি আলাইহি) কে এভাবে অভ্যর্থনা জানালেম অথচ বাগদাদের সমস্ত উলামায়ে কিরামের ধারণা হল শিবলী হুশবহাল নন।" ক্বারী আবু বকর ইবনে মোজাহেদ (রাহমাতুল্লাহি আলাইহি) জবাব দিলেন, “আমি তাঁর সাথে সে কাজই করেছি যা স্বয়ং প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে করতে দেখেছি।” (সুবাহান'আল্লাহ্) এরপর তিনি তার স্বপ্নের বর্ণনা করলেনঃ আমি স্বপ্নে প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)’এর সাক্ষাৎ লাভ করি। শিবলী তখন তাঁর মহান দরবারে হাজির হন। প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দণ্ডায়মান হয়ে তাঁর ললাটে চুম্বন দান করলেন। তখন আমার জিজ্ঞাসার কারণে তিনি এরশাদ করলেনঃ “প্রত্যেক নামাজের পর বহু বছর ধরে সে সুরায়ে তওবার শেষ আয়াত পড়ে- “লাকাদ জা আকুম...রাউফুর রাহীম” স্বপ্নের পরে শিবলী (রাহমাতুল্লাহি আলাইহি) কে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তার এ আমলের কথা স্বীকার করেন। (বোস্তানুল আরেফীন,পৃষ্ঠাঃ ৪৩৬, খাব কি দুনিয়া, পৃষ্ঠাঃ ৭৭-৭৮,সীরাতুন্নবী বা’দ আজ ওয়াসালুন্নবী, পৃষ্ঠাঃ ১৪৫,ইবনুল কাইয়ুম আল-জাওজিয়ার একখানা কিতাবে এই ঘটনাটি আছে)
মৃত্যু
তিনি ৯৪৬ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
- John P. Brown। "Chapter 2"। The Darvishes: Or Oriental Spiritualism (English ভাষায়)। পৃষ্ঠা 50।
- Leonard Lewisohn, "The Heritage of Sufism: Classical Persian Sufism from its origins to Rumi", the University of Michigan, 1999. pg 53: "Two Persian Sufis - Mansur Hallaj and Abu Bakr Shibli (d. 945), the latter from Samarqand by origin but born origin in Baghdad"