আবিরনগর মাহমুদিয়া দাখিল মাদ্রাসা

আবিরনগর মাহমুদিয়া দাখিল মাদ্রাসা লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর গ্রামে অবস্থিত। তবে মাদ্রাসাটি স্থানীয় লোকদের নিকট এনায়েতপুর মাদ্রাসা হিসাবে সুপরিচিত। ১৯০২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান।[1][2]

আবিরনগর মাহমুদিয়া দাখিল মাদ্রাসা
আবিরনগর মাহমুদিয়া মাদ্রাসার সম্মুখ
ঠিকানা
মানচিত্র
আবিরনগর


৩৭০০

স্থানাঙ্ক২২°৫৪′৪৩″ উত্তর ৯০°৫০′৩৯.৪″ পূর্ব
তথ্য
নীতিবাক্যজ্ঞানই শক্তি, জ্ঞানই আলো
প্রতিষ্ঠাকাল জানুয়ারি ১৯০২ (1902-01-01)
প্রতিষ্ঠাতামৌলভী আব্দুর রউফ
বিদ্যালয় বোর্ডবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
অধ্যক্ষ-------
শিক্ষার্থী সংখ্যা৭০০
ভাষাবাংলা এবং আরবি
আয়তন১৫ শতক
ক্যাম্পাসের ধরনগ্রাম

ইতিহাস

ভারত-এর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হতে ফাজিল (তৎকালীন উলা) শেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলভী আব্দুর রউফ তার নিজ এলাকা একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার আগ্রহ প্রকাশ করেন।বিভিন্ন বিত্তবান এবং সাধারণ মানুষের আন্তরিক প্রচেষ্টায় ১৯০২ সালে ১৫ শতক জমির উপর মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে। তারই প্রিয় শিক্ষক শাইখুল হিন্দ মাহমুদ হাসান এর নামে মাদ্রাসাটির নামকরণ করা হয়। তবে মাদ্রাসাটি এনায়েতপুর মাদ্রাসা হিসাবে সুপরিচিত। বর্তমানে মাদ্রাসাটিতে ১টি তিনতলা ভবন, একটি দোতলা ভবন ও একটি অফিস কক্ষ রয়েছে। এই মাদ্রাসায় বর্তমানে ৭০০ জন শিক্ষার্থী এবং ১৪ জন শিক্ষক আছেন।

সুযোগ-সুবিধা

ছাত্রদের নামাজ পড়ার জন্য আবিরনগর মাহমুদিয়া মাদ্রাসা মসজিদ নামে একটি মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে।

তথ্যসূত্র

  1. "লক্ষ্মীপুর আবিরনগর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবণ উদ্বোধন"দৈনিক আমাদের লক্ষ্মীপুর (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-২১। ২০২১-০৭-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪
  2. "লাহারকান্দি ইউনিয়ন"http (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.