আবদুল করিম (দ্ব্যর্থতা নিরসন)
আবদুল করিম দ্বারা উইকিপিডিয়ায় থাকা নিবন্ধ নিচের যে কাউকে বোঝানো যেতে পারেঃ-
- আবদুল করিম সাহিত্যবিশারদ –ব্রিটিশ ভারত ও পাকিস্তানের একজন বাঙালি সাহিত্যিক।
- আবদুল করিম (বীর বিক্রম) – বীর বিক্রম খেতাব প্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা।
- আবদুল করিম (ইতিহাসবিদ) –বাংলাদেশের একজন প্রখ্যাত ইতিহাসবিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।
- আবদুল করিম (রাজনীতিবিদ) –পাকিস্তানি রাজনীতিবিদ ও খাইবার পাখতুনখোয়া বিধানসভার সদস্য।
- আবদুল করিম (সচিব) –বাংলাদেশি সাবেক সরকারি কর্মকর্তা যিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
আরও দেখুন
- শাহ আবদুল করিম –বাংলাদেশী বাউল সঙ্গীতশিল্পী
- আব্দুল করিম পারেখ –ভারতীয় কুরআন অনুবাদক
- মুন্সি আব্দুল করিম –ব্রিটিশ রাণী ভিক্টোরিয়ার তত্ত্বাবধানে নিযুক্ত একজন ভরতীয় মুসলমান।
- আব্দুল করিম পাটওয়ারী – বাংলাদেশের চাঁদপুর জেলার রাজনীতিবিদ ও পাকিস্তান গণপরিষদের সদস্য ছিলেন।
- আব্দুল করিম চৌধুরী –ভারতীয় রাজনীতিবিদ।
- আবদুল করিম খন্দকার –এ.কে. খন্দকার নামে পরিচিত বাংলাদেশের একজন সাবেক সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদ।
- আবদুল করিম গজনবী –বাঙালী রাজনীতিবিদ ও জমিদার।
- আবদুল করিম কাসেম –ইরাকের প্রধানমন্ত্রী।
- আবদুল করিম শাহ –বাংলাদেশী গায়ক।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.