আফ্রোদিতি

আফ্রোদিতি বা অ্যাফ্রোডাইটি (ইংরেজি: Aphrodite, /æfrəˈdti/ (শুনুন), গ্রিক: Ἀφροδίτη) গ্রিক পুরাণের প্রেম, আনন্দ, আবেগ এবং সৌন্দর্যের দেবীরোমান পুরাণে আফ্রোদিতির প্রতিষঙ্গী চরিত্র ভেনাস[4] হেসিওডের থিওগোনি অনুসারে আফ্রোদিতির জন্ম সমুদ্রের ফেনা থেকে। ইউরেনাসপুত্র ক্রোনোস তার পিতার লিঙ্গ কর্তন করে সমুদ্রে নিক্ষেপ করলে সেই লিঙ্গ থেকে শুক্র সমুদ্রের জলে মিশে আফ্রোদিতির জন্ম হয়। তিনি দ্বাদশ অলিম্পিয়ানদের একজন।

আফ্রোদিতি
ভালোবাসা, সৌন্দর্য এবং যৌনকামনার দেবী
আবাসমাউন্ট অলিম্পাস
প্রতীকডলফিন, গোলাপ, ঝিনুকের খোলস, আয়না , ঘুঘু, চড়ুইরাজহংসী
ব্যক্তিগত তথ্য
মাতাপিতাউরানোস[1] অথবা জিউস এবং ডাইওনে[2]
সহোদরট্রি নিমফগণ, ফিউরিগণজাইগান্টসবৃন্দ
সঙ্গীহিফাসটাস, আরেস, পসাইডন, হারমিস, ডায়োনিসাস, এডোনিসও আনকেসিস
সন্তানএডোনিস,[3] ফোবোস, ডেমিওস, হারমিওনা, পথোস, এন্টেরস, হিমেরোস, হার্মাফ্রোডিয়টস, রোডস, আইরিক্স, পীথো, টাইকি, ইউনোমিয়া, ও অন্যান্য
সমকক্ষ
রোমান সমকক্ষভেনাস
আনুমানিক ৪১০ খ্রিস্টপূর্বাব্দের গ্রিক শিল্পকর্মে আফ্রোদিতি ও তাঁর প্রেমিক অ্যাডোনিস চিত্রিত হয়েছে।

তথ্যসূত্র

  1. Hesiod, Theogony, 188
  2. Homer, Iliad 5.370.
  3. Eros is usually mentioned as the son of Aphrodite but in other versions he is born out of Chaos
  4. Larousse Desk Reference Encyclopedia, The Book People, Haydock, 1995, p. 215.


বারো অলিম্পিয়ান
জিউস | হেরা | পসেইডন | হেডিস | হেস্তিয়া | দিমিতির | আফ্রোদিতি | আথেনা | অ্যাপোলো | আর্তেমিস | আরেস | হেফাইস্তোস | হার্মিস | দিয়োনুসোস
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.