আফ্রিকান হকি ফেডারেশন
আফ্রিকান হকি ফেডারেশন আফ্রিকা মহাদেশে ফিল্ড হকির নিয়ন্ত্রক সংগঠন। ২৫ সদস্য বিশিষ্ট এই সংগঠনের মূল লক্ষ্য হলো আফ্রিকার বিভিন্ন দেশে ফিল্ড হকির প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং জনপ্রিয়তা বাড়িয়ে তোলা।[3] এটি দুবছর অন্তর অন্তর পুরুষ ও মহিলাদের পৃথক ফিল্ড হকি প্রতিযোগিতা আফ্রিকা কাপ অব নেশন্স আয়োজন করে থাকে।[4][5]
![]() | |
সংক্ষেপে | এএফএইচএফ |
---|---|
ধরন | ক্রীড়া সংগঠন |
সদরদপ্তর | খুমালো হকি স্টেডিয়াম[1] |
অবস্থান |
|
সদস্যপদ | ২৫টি সদস্য দেশ |
প্রেসিডেন্ট | সেইফ আহমেদ[2] |
প্রধান প্রতিষ্ঠান | এফআইএইচ |
ওয়েবসাইট | আফ্রিকান হকি |
সদস্য দেশসমূহ
আলজেরিয়া
বতসোয়ানা
বুর্কিনা ফাসো
বুরুন্ডি
ক্যামেরুন
আইভরি কোস্ট
মিশর
ইসোয়াতিনি
গাম্বিয়া
ঘানা
কেনিয়া
লিবিয়া
মালাউই
মরিশাস
মরক্কো
নামিবিয়া
নাইজেরিয়া
সেশেলস
সিয়েরা লিওন
দক্ষিণ আফ্রিকা
সুদান
তানজানিয়া
টোগো
উগান্ডা
জাম্বিয়া
জিম্বাবুয়ে
জাতীয় দলের র্যাঙ্কিং
|
|
প্রতিযোগিতা
জাতীয় দল
- পুরুষ হকি আফ্রিকা কাপ অব নেশন্স
- মহিলা হকি আফ্রিকা কাপ অব নেশন্স
- আফ্রিকান গেমসে ফিল্ড হকি (পুরুষ ও মহিলা)
- পুরুষ আফ্রিকান অলিম্পিক বাছাইপর্ব
- মহিলা আফ্রিকান অলিম্পিক বাছাইপর্ব
- জুনিয়র হকি আফ্রিকা কাপ অব নেশন্স (পুরুষ ও মহিলা)
- পুরুষ ইন্ডোর আফ্রিকা কাপ
- মহিলা ইন্ডোর আফ্রিকা কাপ
ক্লাব
- হকি আফ্রিকা কাপ ফর ক্লাব চ্যাম্পিয়ন্স
- হকি আফ্রিকা কাপ ফর ক্লাব চ্যাম্পিয়ন্স (মহিলা)
তথ্যসূত্র
- "Continental Associations"। ইউরোপীয় হকি ফেডারেশন। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২২।
- "Continental Federations – African Hockety Federation" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২২।
- "Strategic & Operational Plans (2008-2010)" (পিডিএফ)। আফ্রিকান হকি ফেডারেশন। জুলাই ২০০৮। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২২।
- "Officials of Ghana Hockey promise successful tournament"। The Ghanaian Journal। ২০১০-১১-২৫। ২০১১-০১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২২।
- "African Hockey Federation to honour President Mills"। ২০০৯-০৭-১৭। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২২।
- "এফআইএইচ পুরুষ ও মহিলা বিশ্ব র্যাঙ্কিং"। এফআইএইচ। ২ জুন ২০২২। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২।
- "এফআইএইচ পুরুষ ও মহিলা বিশ্ব র্যাঙ্কিং"। এফআইএইচ। ২ জুন ২০২২। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.