আফ্রিকান একাদশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকা
একদিনের আন্তর্জাতিক বা ওডিআই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওডিআই মর্যাদাপ্রাপ্ত দুইটি দলের মধ্যকার আন্তর্জাতিক ক্রিকেট খেলা। টেস্ট ক্রিকেটের সাথে একদিনের আন্তর্জাতিকের প্রধান পার্থক্য হচ্ছে - নির্দিষ্ট ওভার সংখ্যা ও প্রত্যেক দলের একটি মাত্র ইনিংস থাকে।
প্রধানতঃ তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আফ্রিকান ক্রিকেট সংস্থা ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যৌথ উদ্যোগে আফ্রো-এশিয়া কাপের উদ্ভব ঘটে।[1] ২০০৫ সালে আফ্রো-এশিয়া কাপের আয়োজনের পর ২০০৭ সালে দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। আফ্রিকা একাদশের হয়ে অংশগ্রহণকারী ও প্রথম ক্যাপ পরিধানকারী খেলোয়াড় তালিকায় ক্রমানুযায়ী স্থান পেয়েছেন। কোন কারণে একাধিক খেলোয়াড় একই খেলায় তার প্রথম ক্যাপ পরিধান করলে তার পারিবারিক নামকে প্রাধান্য দেয়া হয়েছে। প্রত্যেক খেলোয়াড়ই স্ব-স্ব জাতীয় দলের প্রতিনিধিত্ব করলেও কেবলমাত্র এসিএ আফ্রিকা একাদশের হয়ে খেলাগুলোই রেকর্ড আকারে উল্লেখ করা হয়েছে।
খেলোয়াড়দের তালিকা
- নির্দেশিকা
|
|
আফ্রিকান একাদশ ওডিআই ক্রিকেটার | ব্যাটিং | বোলিং | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ক্যাপ | নাম | দল | অভিষেক | শেষ ম্যাচ[2] | ম্যাচ[3] | রান | স[4] | গড় | ৫০/১০০[5] | উই | বিবি | গড় | ৪/৫ উইঃ[6] |
১ | নিকি বোয়ে | দক্ষিণ আফ্রিকা | ব এশিয়া একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ব এশিয়া একাদশ ২০ আগস্ট, ২০০৫ | ২ | ৪ | ৩ | ২.০০ | ০/০ | ১ | ১/৪০ | ৬৪.০০ | ০/০ |
২ | মার্ক বাউচার | দক্ষিণ আফ্রিকা | ব এশিয়া একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ব এশিয়া একাদশ ১০ জুন, ২০০৭ | ৫ | ১৬৩ | ৭৩ | ৩২.৬০ | ১/০ | – | – | – | –/– |
৩ | এবি ডি ভিলিয়ার্স | দক্ষিণ আফ্রিকা | ব এশিয়া একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ব এশিয়া একাদশ ১০ জুন, ২০০৭ | ৫ | ১৫০ | ৭০ | ৩০.০০ | ১/০ | ০ | ০/২২ | – | ০/০ |
৪ | বোয়েতা ডিপেনার | দক্ষিণ আফ্রিকা | ব এশিয়া একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ব এশিয়া একাদশ ১০ জুন, ২০০৭ | ৬ | ১২১ | ৬৭ | ২০.১৬ | ১/০ | – | – | – | –/– |
৫ | জ্যাক ক্যালিস | দক্ষিণ আফ্রিকা | ব এশিয়া একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ব এশিয়া একাদশ ২১ আগস্ট, ২০০৫ | ২ | ৮ | ৪ | ৪.০০ | ০/০ | ৩ | ৩/৪২ | ১৪.০০ | ০/০ |
৬ | জাস্টিন ক্যাম্প | দক্ষিণ আফ্রিকা | ব এশিয়া একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ব এশিয়া একাদশ ১০ জুন, ২০০৭ | ৬ | ১৪১ | ৮৬ | ২৩.৫০ | ১/০ | ৩ | ২/৪০ | ৩৩.৩৩ | ০/০ |
৭ | টমাস ওদোয়ো | কেনিয়া | ব এশিয়া একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ব এশিয়া একাদশ ৯ জুন, ২০০৭ | ৫ | ৫৪ | ৩৯ | ৫৪.০০ | ০/০ | ৪ | ৩/৪৫ | ৩৯.২৫ | ০/০ |
৮ | জাস্টিন অনটং | দক্ষিণ আফ্রিকা | ব এশিয়া একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ব এশিয়া একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ১ | ০ | ০ | ০.০০ | ০/০ | – | – | – | –/– |
৯ | শন পোলক | দক্ষিণ আফ্রিকা | ব এশিয়া একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ব এশিয়া একাদশ ১০ জুন, ২০০৭ | ৬ | ২৯৮ | ১৩০ | ৭৪.৫০ | ১/১ | ৪ | ৩/৩২ | ১৮.৫০ | ০/০ |
১০ | অ্যাশওয়েল প্রিন্স | দক্ষিণ আফ্রিকা | ব এশিয়া একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ব এশিয়া একাদশ ২১ আগস্ট, ২০০৫ | ৩ | ৭৮ | ৭৮* | ৩৯.০০ | ১/০ | – | – | – | –/– |
১১ | ডেল স্টেইন | দক্ষিণ আফ্রিকা | ব এশিয়া একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ব এশিয়া একাদশ ২১ আগস্ট, ২০০৫ | ২ | ৪ | ৩ | ২.০০ | ০/০ | ২ | ১/২ | ২১.০০ | ০/০ |
১২ | স্টিভ টিকোলো | কেনিয়া | ব এশিয়া একাদশ ১৭ আগস্ট, ২০০৫ | ব এশিয়া একাদশ ১০ জুন, ২০০৭ | ৪ | ৫৯ | ৪৩ | ১৪.৭৫ | ০/০ | ১ | ১/৪৯ | ১০৮.০০ | ০/০ |
১৩ | জ্যাক রুডল্ফ | দক্ষিণ আফ্রিকা | ব এশিয়া একাদশ ২০ আগস্ট, ২০০৫ | ব এশিয়া একাদশ ২১ আগস্ট, ২০০৫ | ২ | ১৭ | ১০ | ৮.৫০ | ০/০ | – | – | – | –/– |
১৪ | হিথ স্ট্রিক | জিম্বাবুয়ে | ব এশিয়া একাদশ ২০ আগস্ট, ২০০৫ | ব এশিয়া একাদশ ২১ আগস্ট, ২০০৫ | ২ | ৪২ | ২৮ | ২১.০০ | ০/০ | ২ | ২/৬৪ | ৩২.০০ | ০/০ |
১৫ | মন্ডে জনডেকি | দক্ষিণ আফ্রিকা | ব এশিয়া একাদশ ২০ আগস্ট, ২০০৫ | ব এশিয়া একাদশ ২১ আগস্ট, ২০০৫ | ২ | ০ | ০ | ০.০০ | ০/০ | ০ | ০/৬৪ | – | ০/০ |
১৬ | গ্রেইম স্মিথ | দক্ষিণ আফ্রিকা | ব এশিয়া একাদশ ২১ আগস্ট, ২০০৫ | ব এশিয়া একাদশ ২১ আগস্ট, ২০০৫ | ১ | ০ | ০ | ০.০০ | ০/০ | – | – | – | –/– |
১৭ | তাতেন্দা তাইবু | জিম্বাবুয়ে | ব এশিয়া একাদশ ২১ আগস্ট, ২০০৫ | ব এশিয়া একাদশ ২১ আগস্ট, ২০০৫ | ১ | ১০ | ১০ | ১০.০০ | ০/০ | – | – | – | –/– |
১৮ | লুটস বসম্যান | দক্ষিণ আফ্রিকা | ব এশিয়া একাদশ ৬ জুন, ২০০৭ | ব এশিয়া একাদশ ৬ জুন, ২০০৭ | ১ | ২ | ২ | ২.০০ | ০/০ | – | – | – | –/– |
১৯ | এলটন চিগুম্বুরা | জিম্বাবুয়ে | ব এশিয়া একাদশ ৬ জুন, ২০০৭ | ব এশিয়া একাদশ ১০ জুন, ২০০৭ | ৩ | ৫১ | ৪০ | ১৭.০০ | ০/০ | ৬ | ২/৫৬ | ৩৬.১৬ | ০/০ |
২০ | আলবি মরকেল | দক্ষিণ আফ্রিকা | ব এশিয়া একাদশ ৬ জুন, ২০০৭ | ব এশিয়া একাদশ ৯ জুন, ২০০৭ | ২ | ২২ | ১৩ | ১১.০০ | ০/০ | ৩ | ২/৬৪ | ৩৭.৬৬ | ০/০ |
২১ | মরনে মরকেল | দক্ষিণ আফ্রিকা | ব এশিয়া একাদশ ৬ জুন, ২০০৭ | ব এশিয়া একাদশ ১০ জুন, ২০০৭ | ৩ | ২৯ | ২৫ | ২৯.০০ | ০/০ | ৮ | ৩/৫০ | ২০.৭৫ | ০/০ |
২২ | যোহন বোথা | দক্ষিণ আফ্রিকা | ব এশিয়া একাদশ ৯ জুন, ২০০৭ | ব এশিয়া একাদশ ১০ জুন, ২০০৭ | ২ | ৩১ | ১৮* | ৩১.০০ | ০/০ | ০ | ০/৪৯ | – | ০/০ |
২৩ | ভুসিমুজি সিবান্দা | জিম্বাবুয়ে | ব এশিয়া একাদশ ৯ জুন, ২০০৭ | ব এশিয়া একাদশ ১০ জুন, ২০০৭ | ২ | ৮০ | ৪৫ | ৪০.০০ | ০/০ | ০ | ০/২৪ | – | ০/০ |
২৪ | পিটার অঙ্গোন্দো | কেনিয়া | ব এশিয়া একাদশ ১০ জুন, ২০০৭ | ব এশিয়া একাদশ ১০ জুন, ২০০৭ | ১ | – | – | – | -/- | ৩ | ৩/৩৫ | ১১.৬৬ | ০/০ |
তথ্যসূত্র
- "A brief history ..."। Cricinfo। ২০০৭-০৫-২৮। সংগ্রহের তারিখ ২০০৭-০৬-০৬।
- Where a player has retired, their final match is listed.
- Matches Played.
- Highest score. An asterisk signifies that the batsman was not out.
- Half centuries and centuries made. Note: A century made is not listed as an additional half century; ie, Shaun Pollock has made one half-century and one century and so is listed as 1/1, not 2/1.
- 4 and 5 wickets in one innings, respectively.