আফগানিস্তান জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

আফগানিস্তান জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল হল অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের প্রতিনিধিত্বকারী দল। দলটি ক্রিকেট আফগানিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক পরিচালিত হয়, যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সহযোগী সদস্য।

আফগানিস্তান জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল
কর্মীবৃন্দ
অধিনায়কইশানুল্লাহ জানাত
কোচদৌলত আহমাদজাই
মালিকআফগানিস্তান ক্রিকেট বোর্ড
দলের তথ্য
প্রতিষ্ঠা২০০৯
দাপ্তরিক ওয়েবসাইটhttp://www.afghancricket.af/

ইতিহাস

আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলটি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১০ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় আফগানিস্তান এ গ্রুপে ছিল এবং ইংল্যান্ড, হংকংভারত অনূর্ধ্ব-১৯ দলের মোকাবেলা করে।

দলটি ২০১২ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে। সেখানে পাকিস্তান, নিউজিল্যান্ডস্কটল্যান্ডের বিপক্ষে খেলে।

বর্তমান দল

২০১৫ এসিসি অনূর্ধ্ব-১৯ প্রিমিয়ার লীগ এর জন্য নির্বাচিত দল:[1]

  • ইশানুল্লাহ (c)
  • হযরাতুল্লাহ
  • করিম জানাত
  • মোহাম্মদ ওয়ালি
  • মোহাম্মদ জহির
  • মুসলিম মুসা
  • নাভিদ ওয়াহিদ
  • নাভিন-উল-হক
  • নিজাত মাসুদ
  • পারভেজ মালাকজাই
  • রশিদ খান
  • তারিক স্টানিকজাই
  • ওয়াহিদুল্লাহ শাফাক
  • জিয়া-উর-রেহমান

প্রতিযোগিতার ইতিহাস

বছর স্বাগতিক ফলাফল
১৯৮৮  Australia
১৯৯৮  South Africa
২০০০  Sri Lanka
২০০২  New Zealand
২০০৪  Bangladesh
২০০৬  Sri Lanka
২০০৮  Malaysia
২০১০  New Zealand অংশগ্রহণকারী
২০১২  Australia অংশগ্রহণকারী
২০১৪  UAE অংশগ্রহণকারী
২০১৬  Bangladesh ৯ম স্থান
২০১৮  New Zealand

তথ্যসূত্র

  1. Afghanistan Under-19s Squad / Players – ESPNcricinfo. Retrieved 26 August 2015.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.