আফগানিস্তানের প্রদেশ

আফগানিস্তান অনেকগুলি উইলায়াত বা প্রদেশে বিভক্ত। এগুলি দেশটির সর্বোচ্চ প্রশাসনিক একক। বর্তমানে দেশটিতে ৩৪টি প্রদেশ আছে। এদের মধ্যে ২০০১ ও ২০০৪ সালের মধ্যে ৪টি নতুন প্রদেশ যুক্ত হয়েছে। প্রতিটি প্রদেশ আবার একাধিক জেলায় বিভক্ত। প্রতিটি প্রদেশ শাসনের জন্য একজন প্রাদেশিক গভর্নর জেনারেল ঐ নিযুক্ত হন।

আফগানিস্তানের প্রদেশ
  • অন্য নাম:
  • উইলায়াত
শ্রেণীএকক রাষ্ট্র
অবস্থানইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তান
সংখ্যা৩৪টি প্রদেশ
জনসংখ্যা১,৪৭,৯৬৪ (নিমরুজ) – ৪৩,৭২,৯৭৭ (কাবুল)
আয়তন১,৮৪০ কিমি (৭১১ মা) (কপিস') – ৫৮,৫৮০ কিমি (২২,৬১৯ মা) (হেলমান্দ)
সরকার
  • প্রাদেশিক সরকার, জাতীয় সরকার
উপবিভাগ

আফগানিস্তানের দ্বি-কাক্ষিক জাতীয় আইনসভার ঊর্ধ্ব কক্ষে প্রতিটি প্রদেশ থেকে দুইজন প্রতিনিধি থাকেন। এদের মধ্যে একজন প্রাদেশিক কাউন্সিল কর্তৃক চার বছর মেয়াদের জন্য এবং অপর জন জেলা পরিষদ কর্তৃক তিন বছর মেয়াদের জন্য নির্বাচিত হন। জাতীয় আইনসভার নিম্ন কক্ষের সদস্যরা সরাসরি জেলা পর্যায়ে নির্বাচিত হন। তবে প্রতি প্রদেশ থেকে নিম্ন কক্ষে কম্পক্ষে দুইজন মহিলা প্রতিনিধি থাকা বাধ্যতামূলক, যাদেরকে আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচন করেন।

প্রদেশসমূহ

আফগানিস্তানের প্রদেশ
প্রদেশ মানচিত্রে নং আইএসও
৩১৬৬-২:এএফ
কেন্দ্র জনসংখ্যা (২০১৫)[1] আয়তন (km²) জেলা আছে U.N. অঞ্চল
বাদাখশান প্রদেশ৩০AF-BDSফায়জাবাদ৯,৫০,৯৫৩৪৪,০৫৯২৯উত্তর পূর্ব আফগানিস্তান
বাদঘিজ প্রদেশAF-BDGকালা ই নাও৪,৯৫,৯৫৮২০,৫৯১পশ্চিম আফগানিস্তান
বাগলান প্রদেশ১৯AF-BGLপুল ই খুমরি৯,১০,৭৮৪২১,১১৮১৬উত্তর পূর্ব আফগানিস্তান
বাল্‌খ প্রদেশ১৩AF-BALমাজার-ই-শরিফ১৩,২৫,৬৫৯১৭,২৪৯১৫উত্তর পশ্চিম আফগানিস্তান
বামিয়ান প্রদেশ১৫AF-BAM[[বামিয়ন]]৭,৪৭,২১৮১৪,১৭৫মধ্য আফগানিস্তান
দায়কুন্দি প্রদেশ১০AF-DAYনিলি৯,২৪,৩৩৯১৮,০৮৮দক্ষিণ পশ্চিম আফগানিস্তান
ফারাহ প্রদেশAF-FRAফারাহ৫,০৭,৪০৫৪৮,৪৭১১১পশ্চিম আফগানিস্তান
ফারিয়ব প্রদেশAF-FYBমায়মনা৯,৯৮,১৪৭২০,২৯৩১৪উত্তর পশ্চিম আফগানিস্তান
গজনি প্রদেশ১৬AF-GHAগজনি১২,২৮,৮৩১২২,৯১৫১৯দক্ষিণ পূর্ব আফগানিস্তান
ঘোর প্রদেশAF-GHOচঘচরণ৭,৯০,২৯৬৩৬,৪৭৯১০পশ্চিম আফগানিস্তান
হেলমান্দ প্রদেশAF-HELলশকরগাহ৯,২৪,৭১১৫৮,৫৮৪১৩দক্ষিণ পশ্চিম আফগানিস্তান
হেরাত প্রদেশAF-HERহেরাত১৮,৯০,২০২৫৪,৭৭৮১৫পশ্চিম আফগানিস্তান
জওজান প্রদেশAF-JOWশেবেরগান৫,৪০,২৫৫১১,৭৯৮উত্তর পশ্চিম আফগানিস্তান
কাবুল প্রদেশ২২AF-KABকাবুল৪৩,৭২,৯৭৭৪,৪৬২১৮মধ্য আফগানিস্তান
কান্দাহার প্রদেশ১২AF-KANকান্দাহার১২,২৬,৫৯৩৫৪,০২২১৬দক্ষিণ পূর্ব আফগানিস্তান
কপিসা প্রদেশ২৯AF-KAPমাহমুদ-ই-রাকি৪,৪১,০১০১,৮৪২মধ্য আফগানিস্তান
খোস্ত প্রদেশ২৬AF-KHOখোস্ত৫,৭৪,৫৮২৪,১৫২১৩দক্ষিণ পূর্ব আফগানিস্তান
কুনার প্রদেশ৩৪AF-KNRআসাদাবাদ৪,৫০,৬৫২৪,৯৪২১৫উত্তর পূর্ব আফগানিস্তান
কুন্দুজ প্রদেশ১৮AF-KDZকুন্দুজ১০,১০,০৩৭৮,০৪০উত্তর পূর্ব আফগানিস্তান
লাঘমান প্রদেশ৩২AF-LAGমিহতারলাম৪,৪৫,৫৮৮৩,৮৪৩পূর্ব আফগানিস্তান
লগার প্রদেশ২৩AF-LOGপোল-ই আলম৩,৯২,০৪৫৩,৮৮০মধ্য আফগানিস্তান
ভার্দাক প্রদেশ২১AF-WARমাইদান শার৫,৯৬,২৮৭৯,৯৩৪মধ্য আফগানিস্তান
নঙ্গারহার প্রদেশ৩৩AF-NANজালালাবাদ১৫,১৭,৩৮৮৭,৭২৭২৩পূর্ব আফগানিস্তান
নিমরুজ প্রদেশAF-NIMজারঞ্জ১,৬৪,৯৭৮৪১,০০৫দক্ষিণ পশ্চিম আফগানিস্তান
নুরিস্তান প্রদেশ৩১AF-NURপারুন১,৪৭,৯৬৭৯,২২৫উত্তর পূর্ব আফগানিস্তান
পাক্তিয়া প্রদেশ২৪AF-PIAগারদেয৫,৫১,৯৮৭৬,৪৩২১১দক্ষিণ পূর্ব আফগানিস্তান
পাক্তিকা প্রদেশ২৫AF-PKAশারানা৪,৩৪,৭৪২১৯,৪৮২১৫দক্ষিণ পূর্ব আফগানিস্তান
পাঞ্জশির প্রদেশ২৮AF-PANবাজারাক১,৫৩,৪৮৭৩,৬১০উত্তর পূর্ব আফগানিস্তান
পারওয়ান প্রদেশ২০AF-PARচরিকর৬,৬৪,৫০২৫,৯৭৪মধ্য আফগানিস্তান
সামাঙ্গান প্রদেশ১৪AF-SAMসামাঙ্গান৩,৮৭,৯২৮১১,২৬২উত্তর পশ্চিম আফগানিস্তান
সারে পোল প্রদেশAF-SARসার-ই পোল৫,৫৯,৫৭৭১৬,৩৬০উত্তর পশ্চিম আফগানিস্তান
তখর প্রদেশ২৭AF-TAKতালোকান৯,৮৩,৩৩৬১২,৩৩৩১৬উত্তর পূর্ব আফগানিস্তান
আরুজগান প্রদেশ১১AF-URUতারিনকোট৩,৮৬,৮১৮১২,৬৯৬মধ্য আফগানিস্তান
জাবুল প্রদেশ১৭AF-ZABকালাত৩,০৪,১২৬১৭,৩৪৩দক্ষিণ পূর্ব আফগানিস্তান

তথ্যসূত্র

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.