আন্দ্রে লুনিয়ভ
আন্দ্রে ইয়েভগেনিয়েভিচ লুনিয়ভ (রুশ: Андрей Евгеньевич Лунёв; জন্ম: ১৩ নভেম্বর ১৯৯১) হলেন রাশিয়ার একজন পেশাদার ফুটবলার, যিনি রুশ ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ এবং রাশিয়া জাতীয় ফুটবল দলে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আন্দ্রে ইয়েভগেনিয়েভিচ লুনিয়ভ | ||
জন্ম | ১৩ নভেম্বর ১৯৯১ | ||
জন্ম স্থান | মস্কো, সোভিয়েত ইউনিয়ন | ||
উচ্চতা | ১.৮৯ মিটার (৬ ফুট ২ ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | জেনিত সেন্ট পিটার্সবার্গ | ||
জার্সি নম্বর | ৯৯ | ||
যুব পর্যায় | |||
এমএফকে দিনা মস্কো | |||
২০০১–২০০৯ | তরপেদো মস্কো | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯–২০১৪ | তরপেদো মস্কো | ৯ | (০) |
২০১২ | → ফুটবল ক্লাব ইস্ত্রা (ধার) | ৯ | (০) |
২০১৩–২০১৪ | → ফুটবল ক্লাব কালুগা (ধার) | ২৮ | (০) |
২০১৫ | সেটার্ন মস্কো ওবলাস্ট | ৪ | (০) |
২০১৫–২০১৬ | ফুটবল ক্লাব উফা | ১০ | (০) |
২০১৭– | জেনিত সেন্ট পিটার্সবার্গ | ২৯ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৭– | রাশিয়া | ৩ | (০) |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৭ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
ক্যারিয়ার
এফসি উফা
২০১৫ সালে ২৯ জুলাই তারিখে, ফুটবল ক্লাব উফা পক্ষ হয়ে নিশ্চিত করা হয় যে, আন্দ্রে লুনিয়ভ এক বছরের জন্য তাদের দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।[1] ২০১৬ সালের ১১ই সেপ্টেম্বর এফসি ক্রাসনোদরের বিপক্ষে খেলার মাধ্যমে রাশিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক করেন।[2]
জেনিত সেন্ট পিটার্সবার্গ
২০১৬ সালের ২৩শে ডিসেম্বর তারিখে, তিনি জেনিত সেন্ট পিটার্সবার্গের সাথে ৪ বছর ৬ মাসের জন্য এক চুক্তি স্বাক্ষর করেন।[3]
আন্তর্জাতিক
২০১৭ সালের ১০ই অক্টোবরে, ইরানের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে রাশিয়া জাতীয় ফুটবল দলের হয়ে তিনি অভিষেক করেন।[4]
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" Футбольный клуб «Уфа» подписал однолетний контракт с экс-голкипером раменского «Сатурна» Андреем Луневым. (Russian ভাষায়)। FC Ufa। ২৯ জুলাই ২০১৫। ১৮ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৮।
- "Ufa-Krasnodar game report" (Russian ভাষায়)। Russian Premier League। ১১ সেপ্টেম্বর ২০১৬। ২১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৮।
- Андрей Лунев перешел в «Зенит» (Russian ভাষায়)। FC Zenit Saint Petersburg। ২৩ ডিসেম্বর ২০১৬।
- Разошлись миром с Ираном (Russian ভাষায়)। Russian Football Union। ১০ অক্টোবর ২০১৭।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.