আন্দ্রে গোমেস

আন্দ্রে ফিলিপে তাবারেস গোমেস (জন্মঃ ৩০ জুলাই ১৯৯৩) একজন পেশাদার ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগ এর দল এভারটন এবং পর্তুগাল জাতীয় দল এর হয়ে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেন।

আন্দ্রে গোমেস
পর্তুগাল এর হয়ে ২০১৭ সালে গোমেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আন্দ্রে ফিলিপে তাবারেস গোমেস
জন্ম (1993-07-30) ৩০ জুলাই ১৯৯৩
জন্ম স্থান গ্রিজো, পর্তুগাল
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান সেন্ট্রাল মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান দল
এভারটন
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৫–২০০৮ পোর্তো
২০০৮–২০০৯ পাস্তেলেরিয়া
২০০৯–২০১১ বোভিস্তা
২০১১–২০১২ বেনফিকা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৪ বেনফিকা বি ১৭ (৮)
২০১২–২০১৫ বেনফিকা ১৪ (২)
২০১৪–২০১৫ভালেনসিয়া (ধারে) ৩৩ (৪)
২০১৫–২০১৬ ভালেনসিয়া ৩০ (৩)
২০১৬–২০১৯ বার্সেলোনা ৪৬ (৩)
২০১৮–২০১৯এভারটন (ধারে) ২৭ (১)
২০১৯– এভারটন (০)
জাতীয় দল
২০১০ পর্তুগাল অনূর্ধ্ব-১৭ (০)
২০১০–২০১১ পর্তুগাল অনূর্ধ্ব-১৮ (১)
২০১১–২০১২ পর্তুগাল অনূর্ধ্ব-১৯ (৩)
২০১২–২০১৩ পর্তুগাল অনূর্ধ্ব-২০ ১৪ (১)
২০১৩–২০১৪ পর্তুগাল অনূর্ধ্ব-২১ (১)
২০১৪– পর্তুগাল ২৯ (০)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২ মে ২০১৯ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৬ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

গোমেস তার পেশাদার ক্যারিয়ার শুরু করে পর্তুগীজ দল বেনফিকা বি এর হয়ে ২০১২ সালে। ২০১২ সালেই তার বেনফিকা মূল দলে অভিষেক হয়। ২০১৪-১৫ মৌসুম তিনি ধারে ভালেনসিয়ায় খেলেন। ২০১৫ সালে ভালেনসিয়া তাকে কিনে নেয়। ২০১৬ সালে বার্সেলোনা তাকে ৩ কোটি ৫০ লক্ষ ইউরোতে কিনে নেয়। ২০১৮ সালে গোমেসকে ধারে ইংরেজ ক্লাব এভারটন এ পাঠানো হয়। চুক্তি অনুযায়ী এভারটন এজন্য বার্সেলোনাকে ২৫ লক্ষ ইউরোর পরিশোধ করে এবং ২০১৮-১৯ মৌসুমের জন্য খেলোয়াড়ের বেতন পরিশোধের দায়িত্ব নেয়। ২০১৯ সালে এভারটন ২ কোটি ২০ লক্ষ ইউরোর বিনিময়ে গোমেসকে পাকাপাকিভাবে কিনে নেয়।

৬ ফেব্রুয়ারি ২০১৩ গোমেসের পর্তুগাল এর হয়ে ইকুয়েডর এর বিপক্ষে অভিষেক হয়।তিনি ২০১৬ ইউরো জয়ী পর্তুগাল দলের সদস্য ছিলেন।

পরিসংখ্যান

ক্লাব

২০ মে ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপ অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
বেনফিকা বি ২০১২-১৩
২০১৩-১৪
মোট ১৭১৭
বেনফিকা ২০১২-১৩ ১৭
২০১৩-১৪ ২৩
মোট ১৪১৪৪০
ভালেনসিয়া ২০১৪-১৫ ৩৩৩৭
২০১৫-১৬ ৩০৪১
মোট ৬৩৭৮
বার্সেলোনা ২০১৬-১৭ ৩০৪৭
২০১৭-১৮ ১৬৩১
মোট ৪৬১৩১৭৭৮
সর্বমোট ১৪০২০২৮৩৮২১৩২৩

আন্তর্জাতিক

২৬ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।
জাতীয় দলসালউপস্থিতিগোল
পর্তুগাল ২০১৪
২০১৫
২০১৬১৩
২০১৭১০
২০১৮
মোট২৯

অর্জন

ক্লাব

বেনফিকা
  • প্রিমেইরা লিগা: ২০১৩-১৪
  • তাকা দে পর্তুগাল: ২০১৩-১৪
  • তাকা দা লিগা: ২০১৩-১৪
  • উয়েফা ইউরোপা লিগ: রানার আপঃ ২০১২-১৩, ২০১৩-১৪
বার্সেলোনা

আন্তর্জাতিক

পর্তুগাল

ব্যক্তিগত

  • উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট সেরা দল: ২০১২
  • উয়েফা ইউরোপা লিগ বর্ষসেরা দলঃ ২০১৩-১৪

পদক

  • কমান্ডার অফ দি অর্ডার অফ মেরিট

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.