আন্দোলন (চলচ্চিত্র)

আন্দোলন ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী নাট্ট্য চলচ্চিত্র[1] চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নাদিম মাহমুদ।[1][2] শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, শাহনাজ, বাপ্পারাজ, রাজীব, দিলদার সহ আরও অনেকে।[2][3][4][5]

আন্দোলন
আন্দোলন চলচ্চিত্রের পোস্টার
পরিচালকনাদিম মাহমুদ
প্রযোজকমোঃ লিয়াকত আলী
রচয়িতানাদিম মাহমুদ
চিত্রনাট্যকারনাদিম মাহমুদ
কাহিনিকারবুড্ডা সারেয়ার
যোসেফ শতাব্দী
বরুন সংঙ্কর
শ্রেষ্ঠাংশে
সুরকারআহমেদ ইমতিয়াজ বুলবুল
চিত্রগ্রাহকআবুল খায়ের
সম্পাদকজিন্নাত হোসেন
পরিবেশকটিনা মুনমুন কথাচিত্র
মুক্তি১৯৯৫
দৈর্ঘ্য২ ঘণ্টা
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ১৯৯৫ সালে বাংলাদেশে মুক্তি পায়।মুক্তির পর ছবিটি ব্যাবসায়িক সফল হয়।

অভিনয়ে

সঙ্গীত

আন্দোলন চলচ্চিত্রের গান রচনা করেছন রাহাত চৌধুরী ও মোঃ রফিক। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আবদুল হাদী, শাকিলা জাফর, খালিদ হাসান মিলু, দিলরুবা খান, আলম খন্দকার, শুল্কা দেবী, রবি চৌধুরী, মৈটুসী ইসলাম, বাবুল চৌধুরী, শান্তা শ্রাবন্তী।

তথ্যসূত্র

  1. "বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত চলচ্চিত্র" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০
  2. "বাংলা চলচ্চিত্রের একজন 'মান্না'র গল্প" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০
  3. "সোনালী প্রজন্মের শেষ মহানায়ক"। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০
  4. "বাংলা চলচ্চিত্রে মান্নার অবদান"। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০
  5. "টিভিতে যত সিনেমা | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০

বহিঃসংযোগ

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আন্দোলন চলচ্চিত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.