আন্তর্জাতিক রাশি ব্যবস্থা

যে সব রাশি অন্য কোন রাশির উপর নির্ভরশীল নয়, বরং অন্য সকল রাশি এদের উপর নির্ভরশীল, সেসব রাশিকে মৌলিক রাশি বলে। এ পর্যন্ত সাতটি রাশিকে বিজ্ঞানীদের সর্বসম্মতিতে মৌলিক রাশি হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। এগুলো হলঃ ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা ও পদার্থের পরিমাণ।

ভর পরিমাপক স্প্রিং নিক্তি

১৯৬০ সালে অনুষ্ঠিত বিজ্ঞানীদের যৌথ সম্মেলনে এ সাতটি রাশিকে মৌলিক রাশি হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মৌলিক রাশির একক ও মাত্রা

মৌলিক রাশি রাশির প্রতীক রাশির মাত্রা এস আই একক এককের প্রতীক
দৈর্ঘ্য l L মিটার m
ভর m M কিলোগ্রাম kg
সময় t T সেকেন্ড s
তাপমাত্রা T Θ কেলভিন K
তড়িৎ প্রবাহ I I অ্যাম্পিয়ার A
পদার্থের পরিমান n N মোল mol
দীপন তীব্রতা Iv J ক্যান্ডেলা cd

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.