আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বা আইটিইউ টেলিযোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন রকম মান নির্ধারণের কাজ করে থাকে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে। এটি টেলিযোগাযোগের ক্ষেত্রে এখন পর্যন্ত প্রায় ২০০০ ধরনের মান নির্ধারণের কাজ করেছে। মে ১৭,১৮৬৫ সালে ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক টেলিগ্রাফ ইউনিয়ন নামে এটি কাজ শুরু করে। এর ফলে সংস্থাটি জাতিসংঘের সবচেয়ে পুরাতন অঙ্গ সংগঠনের মর্যাদা পেয়েছে।[1] মূলত এই সংস্থাটি বিভিন্ন দেশের মধ্যে টেলিযোগাযোগ সম্পর্কিত সমঝোতার উপর ভিত্তি করে তৈরি মান অনুমোদন করে। এই সমঝোতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো এইসব নিয়ম বা অনুমোদিত মান মেনে চলার ক্ষেত্রে আইনত বাধ্য থাকে। এছাড়াও আইটিইউ এর দুইটি সহযোগী সংস্থা চুক্তিভিত্তিক সিদ্ধান্তের বাইরে বিভিন্ন ধরনের সুপারিশ, অভিযোগ, অভিমত তৈরি এবং যাচাই বাছাই করে থাকে। এরা হল:


*আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন
সংস্থার ধরনজাতিসংঘের অঙ্গ সংস্থা
সংক্ষিপ্ত নামআইটিইউ
ইউআইটি
প্রধানHamadoun Touré
মর্যাদাসক্রিয়
প্রতিষ্ঠাকাল১৭ই মে ১৮৬৫
প্রধান কার্যালয়জেনেভা, সুইজারল্যান্ড
ওয়েবসাইটhttp://www.itu.int/
আইটিইউ সেক্রেটারি জেনারেল এবং ব্যুরো ডিরেক্টরবৃন্দ

আরও দেখুন

  • আইটিইউ টেলিযোগাযোগ প্রমিতকরণের শাখা
  • আইটিইউ রেডিওযোগাযোগ প্রমিতকরণের শাখা

তথ্যসূত্র

  1. "As International Telecommunication Union turns 150, Ban hails 'resilience' of oldest UN agency" (ইংরেজি ভাষায়)। United Nations। ২০১৫-০৫-১৭। ২০২১-১২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-১০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.