আনোয়ারুল আবেদীন খান
আনোয়ারুল আবেদীন খান তুহিন হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ময়মনসিংহ-৯ আসন থেকে ১০ম জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন।[1] সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে ৩ জানুয়ারী ২০১৯ তারিখে একাদশ সংসদের সংসদ সদস্য হিসেবে তিনি শপথবাক্য পাঠ করেন।[2]
আনোয়ারুল আবেদীন খান তুহিন | |
---|---|
জাতীয় সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০১৪ – ২০১৮ | |
সংসদীয় এলাকা | ময়মনসিংহ-৯ |
কাজের মেয়াদ ২০১৯ – বর্তমান | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ময়মনসিংহ জেলা, পূর্ব পাকিস্তান |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
মাতা | জাহানারা খান |
পিতা | জয়নাল আবেদীন খান |
প্রাথমিক জীবন
আনোয়ারুল আবেদীন খান তুহিন ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জয়নাল আবেদীন খান এবং মাতার নাম জাহানারা খান।
কর্মজীবন
আনোয়ারুল আবেদীন ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে বিরোধী দল তাদের প্রার্থী প্রত্যাহার করলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।[3] ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে মনোনয়ন পান।[4] নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[5]
তথ্যসূত্র
- "Constituency 154_10th_Bn"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২২।
- "শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা"। www.prothomalo.com। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।
- "একতরফা নির্বাচনে ভোটের আগেই ১৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে"। দৈনিক সংগ্রাম। ১৫ ডিসেম্বর ২০১৩। ২৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২২।
- "সেই 'এমপি তুহিন তুলানাহীন' ফের মনোনয়ন পেলেন"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২২।
- "ময়মনসিংহ ৯: নৌকার আনোয়ারুল আবেদীন খান বেসরকারি ফলে নির্বাচিত"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০১।