আনিসুজ্জামান খোকন

আনিসুজ্জামান খোকন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধা যিনি তৎকালীন ময়মনসিংহ-১৯ আসনের সংসদ সদস্য ছিলেন।[1]

আনিসুজ্জামান খোকন
ময়মনসিংহ-১৯ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৮ ফেব্রুয়ারি ১৯৭৯  ১২ ফেব্রুয়ারি ১৯৮২
ব্যক্তিগত বিবরণ
জন্মমোহাম্মদ আনিসুজ্জামান খোকন
কিশোরগঞ্জ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
সম্পর্কআখতারুজ্জামান (বড় ভাই)
প্রাক্তন শিক্ষার্থীসরকারি তিতুমীর কলেজ

প্রাথমিক জীবন

আনিসুজ্জামান খোকন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন।[2] তার পিতা সাবেক সেনা কর্মকর্তা মৃত সৈয়দ জামাল।[3] তার বড় ভাই বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর, কিশোরগঞ্জ জেলার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান রঞ্জন। ছোট ভাই শহীদুজ্জামান কাকন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক।

রাজনৈতিক জীবন

আনিসুজ্জামান খোকন বিএনপির গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক। তিনি মুক্তিযুদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধে তিনি ১১ নম্বর সেক্টরে কর্নেল আবু তাহেরের অধীনে কোম্পানি কমান্ডার হিসেবে যুদ্ধ করেন। ১৯৭০ সালে তিনি সরকারি তিতুমীর কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একান্ত সহকারী ছিলেন তিনি।[3][4]

১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে তৎকালীন ময়মনসিংহ-১৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[1] তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী।[3]

তথ্যসূত্র

  1. "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  2. "চান্দপুর ইউনিয়নের প্রখ্যাত ব্যক্তিদের নাম"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০
  3. কিশোরগঞ্জ থেকে, আশরাফুল ইসলাম (৩০ নভেম্বর ২০১৮)। "কটিয়াদীর এক ইউনিয়নে দুই সহোদরসহ চার প্রার্থী"দৈনিক মানবজমিন। ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০
  4. স্টাফ করেসপন্ডেন্ট (৪ এপ্রিল ২০১৫)। "আর্দশ নগরী গড়বেন মেয়র প্রার্থী খোকন"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.