আধুনিক পৌত্তলিকতা
আধুনিক পৌত্তলিকতা হচ্ছে একটি ধর্মীয় আন্দোলন যা প্রাক-আধুনিক ইউরোপের বিভিন্ন ঐতিহাসিক পৌত্তলিক বিশ্বাস দ্বারা প্রভাবিত অথবা অনুপ্রাণিত। এটি সমসাময়িক পৌত্তলিকতা এবং নব্য পৌত্তলিকতা হিসেবেও পরিচিত।[1][2] যদিও অনেক সাদৃশ্য দেখা যায়, তবুও আধুনিক পৌত্তলিক ধর্মীয় আন্দোলনগুলো অনেকটা বিচ্যুত এবং তারা পূর্বের বা বর্তমান কোন বিশ্বাস, রীতি অথবা গ্রন্থকে পুরোপুরি অনুসরণ করে না। এই অদ্ভুত বিষয় নিয়ে একাডেমিক গবেষণা করা হলে অধিকাংশ ক্ষেত্রে অনেকে বিষয়টিকে বিভিন্ন ধর্মের সমন্বিত আন্দোলন হিসেবে উপস্থাপন করেছে, যেখানে কিছু সংখ্যক বরঞ্চ এটিকে একটি স্বতন্ত্র ধর্ম আন্দোলন বলেছেন যার মধ্যে অনেকগুলো পৌত্তলিক ধর্ম একত্রে স্থান পেয়েছে। নব্য পৌত্তলিক হিসেবে বিবেচিত অনেকেই নিজেকে পৌত্তলিক বলে দাবি করেন না।
![](../I/Sveriges_Asatrosamfunds_h%C3%B6stblot_2009.jpg.webp)
সুইডেনের বিজার্কিতে হাউস্টব্লটের জন্য হীথেন বেদি। বৃহত্তর কাঠের মূর্তি দেবতা ফ্রেয়ের প্রতিনিধিত্ব করে
আরও দেখুন
তথ্যসূত্র
- Doyle White 2016, পৃ. ৬।
- Adler 2006, পৃ. ১৩।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.