আদ দাঈ
আদ দাঈ (আরবি: الداعي) দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশিত একটি জনপ্রিয় মাসিক আরবি ম্যাগাজিন।[1][2] ১৯৭২ সালে দাওয়াতুল হক বন্ধ হওয়ার পর ওয়াহিদুজ্জামান কিরানবির সম্পাদনায় ১৯৭৬ সালে এটি পাক্ষিক হিসেবে চালু হয়। ম্যাগাজিনটির মূল ফোকাস দারুল উলুম দেওবন্দের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এর স্নাতকরা। ম্যাগাজিনটির বিশেষত্বের কারণে এটি ভারত এবং আরব বিশ্বের বিদ্বানদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।[3] ম্যাগাজিনটির তত্ত্বাবধায়ক আবুল কাসেম নোমানী এবং প্রধান সম্পাদক মুহাম্মদ আরিফ জামিল কাসেমী। নূর আলম খলিল আমিনী ম্যাগাজিনটির জনপ্রিয় সম্পাদক ছিলেন।
বিষয় | ইসলাম |
---|---|
ভাষা | আরবি |
সম্পাদক | মুহাম্মদ আরিফ জামিল |
প্রকাশনা বিবরণ | |
প্রকাশক | |
সূচীকরণ | |
আইএসএসএন | ২৩৪৭-৮৯৫০ |
সংযোগ | |
মূল্যায়ন
বাহরাইনের ইসলামি পণ্ডিত কাসিম ইউসুফ আল শেখ ম্যাগাজিনটির প্রশংসা করে বলেন,
“ | আমরা আপনার (নূর আলম খলিল আমিনী) চমৎকার ইসলামি গবেষণাপত্রের কিছু বিষয় পড়ে অত্যন্ত আনন্দিত যেখানে আমরা ইসলামের চেতনা খুঁজে পেয়েছি এবং বিশ্বাসী চিন্তাকে আলোকিত করেছি এবং আমরা দারুল উলুম দেওবন্দের প্রধান কারী মুহাম্মদ তৈয়ব এবং অন্যান্য মহান সংস্কারকদের সম্পর্কে যখন আমরা এর নিবন্ধের কিছু পৃষ্ঠা খুঁজে পেয়েছি তখন আমরা আরও খুশি হয়েছি। | ” |
— [3] |
আরও দেখুন
তথ্যসূত্র
উদ্ধৃতি
- আরবি, জিকরুল্লাহ (২০১৯)। Contribution of Darul Uloom Deoband to Arabic Journalism With Special Reference of Al-Die [আদ দাঈ-এর বিশেষ উল্লেখ সহ আরবি সাংবাদিকতায় দারুল উলুম দেওবন্দের অবদান] (গবেষণাপত্র)। ভারত: আরবি বিভাগ, মাওলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়। hdl:10603/337869।
- নদভী, সরওয়ার আলম (২০০০)। Development of Arabic journalism in India after independence [স্বাধীনতার পর ভারতে আরবি সাংবাদিকতার বিকাশ] (গবেষণাপত্র)। ভারত: আরবি বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ২৭৫ –২৮৩। hdl:10603/57825।
- আহমেদ, ফরিদ উদ্দিন (জুলাই ২০১৯)। "Arabic Journalism in India: its growth and development" [ভারতে আরবি সাংবাদিকতা : এর বৃদ্ধি এবং বিকাশ] (পিডিএফ)। প্রতিধ্বনি। ৮ (১): ৩১২। আইএসএসএন 2278-5264।
গ্রন্থপঞ্জি
- আলংগদন, আনিস (২০১৪)। Relocating Arabic language and literature with reference to Arabic journalism in India 1950 to 2000 [১৯৫০ থেকে ২০০০ ভারতে আরবি সাংবাদিকতার উল্লেখ সহ আরবি ভাষা ও সাহিত্যের বিকাশ] (গবেষণাপত্র)। ভারত: মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৬১–১৬৫। hdl:10603/30548।
- কামরামুজ্জামান (২০০১)। Maulavi Wahiduzzaman Karanvi His Contribution To Arabic Language And Literature In India [মৌলভি ওয়াহিদুজ্জামান কিরানভি: ভারতে আরবি ভাষা ও সাহিত্যে তার অবদান] (গবেষণাপত্র)। ভারত: আরবি বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। hdl:10603/57789।
- আব্দুর রহমান, ডক্টর (২০১৮)। "Contributions Of The Scholars Of Darul Uloom Deoband To The Development Of Arabic Journalism In India" [ভারতে আরবি সাংবাদিকতার বিকাশে দারুল উলুম দেওবন্দের আলেমদের অবদান]। আল দেবাল (আরবি ভাষায়)। ৩ (১): ৭৯–৮১। আইএসএসএন 2415-5500।
বহিঃসংযোগ
- আদ দাঈ–এর কয়েকটি সংখ্যা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.