আদমির মেহমেদি

আদমির মেহমেদি (আলবেনীয়: Admir Mehmedi; জন্ম: ১৬ মার্চ ১৯৯১) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব ভিএফএল ভলফসবুর্গ এবং সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

আদমির মেহমেদি
২০১৫ সালে আন্তালিয়াস্পোরের হয়ে আদমির
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আদমির মেহমেদি[1]
জন্ম (1991-03-16) ১৬ মার্চ ১৯৯১
জন্ম স্থান গস্তিভার, মেসিডোনিয়া, যুগোস্লাভিয়া
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[2]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ভিএফএল ভলফসবুর্গ
জার্সি নম্বর ১৪
যুব পর্যায়
১৯৯৯–২০০০ বেল্লিনৎসোনা
২০০০–২০০৬ ভিন্টারটুর
২০০৬–২০০৮ জুরিখ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৮–২০১২ জুরিখ ৮৪ (১৯)
২০১২–২০১৪ দিনামো কিয়েভ ২৫ (১)
২০১৩–২০১৪ফ্রাইবুর্গ (ধার) ৩২ (১২)
২০১৪–২০১৫ ফ্রাইবুর্গ ২৭ (৪)
২০১৫–২০১৮ বায়ার লেভারকুজেন ৬২ (৭)
২০১৮– ভিএফএল ভলফসবুর্গ ৭০ (৯)
জাতীয় দল
২০০৬ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৬ (৩)
২০০৭–২০০৮ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৭ ১৬ (৫)
২০০৮–২০১০ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ ২৬ (১১)
২০১০ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২০ (০)
২০১০–২০১১ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২১ (৬)
২০১২ সুইজারল্যান্ড অলিম্পিক (১)
২০১১– সুইজারল্যান্ড ৭৪ (১০)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৯:১১, ২৪ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:১১, ২৪ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০৬ সালে, আদমির সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে সুইজারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৭ বছর যাবত সুইজারল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১১ সালে সুইজারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সুইজারল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭৪ ম্যাচে ১০টি গোল করেছেন। তিনি সুইজারল্যান্ডের হয়ে এপর্যন্ত ১টি ফিফা বিশ্বকাপ (২০১৪) এবং ২টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০১৬ এবং ২০২০) অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

আদমির মেহমেদি ১৯৯১ সালের ১৬ই মার্চ তারিখে সুইজারল্যান্ডের গস্তিভারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি আলবেনীয় বংশোদ্ভূত।[3]

তথ্যসূত্র

  1. "2014 FIFA World Cup Brazil: List of Players"। FIFA। ১১ জুন ২০১৪। পৃষ্ঠা 30। ১১ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৪
  2. "Archived copy"। ১ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৭
  3. Francesc Aguilar (২৯ জুন ২০১৪)। "Albania podría estar jugando el Mundial con una gran selección" [Albania could be playing the World Cup with a great selection] (স্পেনীয় ভাষায়)। Mundo Deportivo। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.