আথমুকাম

আথমুকাম বা আথমাকাম (উর্দু: آٹھمقام) একটি শহর। এটি আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ থেকে ৭৩ কিলোমিটার দূরে। এটি নীলাম জেলার সদর দপ্তর। ২০১৭ সালে এর জনসংখ্যা ৭,৯২২ জন ছিল[1]

আথমুকাম
শহর
আথমুকাম
স্থানাঙ্ক: ৩৪.৫৮৯১২৮° উত্তর ৭৩.৯১০৬৯৪১° পূর্ব / 34.589128; 73.9106941
দেশ পাকিস্তান
রাজ্যআজাদ কাশ্মীর
জেলানীলাম
উচ্চতা১,৪৪০ মিটার (৪,৭২০ ফুট)
জনসংখ্যা (২০২৭)[1]
  মোট৭.৯২২
সময় অঞ্চলপিএসটি

মুজাফফরাবাদ থেকে নীলম সড়ক দিয়ে শহরে প্রবেশ করা যায়। জীবনের মৌলিক প্রয়োজনীয়তা এখানে সহজলভ্য। একটি মার্কেট ও পোস্ট অফিস আছে। ব্যাংক, হাসপাতাল এবং টেলিফোন এক্সচেঞ্জও এখানে বিদ্যমান। দর্শনার্থী এবং পর্যটকদের থাকার জন্য বেশ কয়েকটি অতিথি ঘর রয়েছে।

এই শহরে এজেকে নীলম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবস্থিত, এখানে এর কম্পিউটার বিজ্ঞান, ভূগোল ও ইংরেজি বিভাগ রয়েছে। এখানে দুটি ডিগ্রি কলেজ রয়েছে, যার মধ্যে একটি মেয়েদের ও আরেকটি ছেলেদের জন্য রয়েছে। নীলম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ (NISH) এবং ওয়াসিয়া এডুকেশনাল একাডেমির মতো স্কুলগুলি মানসম্পন্ন শিক্ষা প্রদান করছে।

এখানে উপ-কমিশনার ও সহকারী কমিশনার, পুলিশ সুপার ইত্যাদির অফিস বিদ্যমান।

তথ্যসূত্র

  1. "Statistical Year Book 2019" (পিডিএফ)আজাদ জম্মু ও কাশ্মীর পরিসংখ্যান। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.