আত্তিকো মেট্রো

আত্তিকো মেট্রো বা আথেন্স মেট্রো গ্রিসের রাজধানী এথেন্সের গণপরিবহন ব্যবস্থা। এটি প্রধানত ট্রাম নেট ওয়ার্ক। ২০১০ পর্যন্ত এথেন্সে তিনটি পৃথক রুটে ট্রাম সার্ভিস চালু আছে যা পুরো এথেন্স শহরের বিভিন্ন স্থানকে যুক্ত করেছে। তিন রকম টিকেট ব্যবহার করে এই সার্ভিস ব্যবহার করা যায়। একটি হলো সিঙ্গেল ট্রিপ টিকেট, দ্বিতীয়টি হলো ডে টিকেট এবং তৃতীয় হলো মাসিক টিকেট। ট্রাম স্টপে স্থাপিত টিকেট ভেন্ডিং মেশিনে, এবং সংলগ্ন ছোট দোকানসূহে টিকেট ক্রয় করা যায়।

Athens Metro
Αττικό Μετρό
তথ্য
মালিকAttiko Metro S.A.
অবস্থানAthens
ধরনRapid transit
লাইনের সংখ্যা3
বিরতিস্থলের সংখ্যা5৩[1][2]
দৈনিক যাত্রীসংখ্যা1,150,000[1][2]
কাজ
কাজ শুরু1869 (green line)
2000 (red and blue lines)
পরিচালকAttiko Metro S.A. (red and blue lines)
ISAP (green line)
গাড়ির সংখ্যা86[1][2]
প্রযুক্তি
লাইনের দৈর্ঘ্য৩৫ কিমি (২২ মা) (blue)[1]
১১.৬ কিমি (৭.২ মা) (red)[1]
২৫.৬ কিমি (১৫.৯ মা) (green)[2]
গতিপথ গেজ১,৪৩৫ মিলিমিটার ( ফুট   ইঞ্চি) (standard gauge)

তথ্যসূত্র

  1. "Athens Urban Transport Network in Facts and Figures (pdf) page 15" (পিডিএফ)OASA। www.oasa.gr। ২০০৬-০৬-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০২-০৪
  2. "Athens Urban Transport Network in Facts and Figures (pdf) page 9" (পিডিএফ)OASA। www.oasa.gr। ২০০৬-০৬-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০২-০৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.