আড়ানগর ইউনিয়ন
আড়ানগর ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1][2]
আড়ানগর | |
---|---|
ইউনিয়ন | |
৫নং আড়ানগর ইউনিয়ন পরিষদ | |
আড়ানগর আড়ানগর | |
স্থানাঙ্ক: ২৫°৪′২৭″ উত্তর ৮৮°৫০′৩১″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নওগাঁ জেলা |
উপজেলা | ধামইরহাট উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
ধামইরহাট উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরত্বে অবস্থিত। এই ইউনিয়নের পূবে জাহানপুর ইউনিয়ন, পশ্চিমে-আলমপুর , উত্তরে-পাটিচরা , দক্ষিনে- উমার ইউনিয়ন পরিষদ।
আয়তন ও জনসংখ্যা
এই ইউনিয়নের আয়তন ১১.৪৭ বর্গ কিঃমিঃ এবং জনসংখ্যা ১৩,১৯৬ জন (২০১১)।
শিক্ষা
শিক্ষার হার : ৫৫% (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
শিক্ষা প্রতিষ্ঠান
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- মোঃ মোসাদ্দেকুর রহমান
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | কাজিমদার ওয়াছিম উদ্দীন | ১৯৬৩ - ১৯৬৭ |
০২ | মোঃ আফাজ উদ্দীন | ১৯৬৯ - ১৯৭২ |
০৩ | মোঃ মোজাফফর রহমান | ১৯৭৩ - ১৯৭৮ |
০৪ | আলহাজ্ব জাহাঙ্গীর আলম | ১৯৭৯- ১৯৮৩ |
০৫ | মোঃ মোকলেছুর রহমান | ১৯৮৩ - ১৯৮৮ |
০৬ | মোঃ আবুল কাশেম | ১৯৯৮ - ২০০৩ |
০৭ | মোঃ মোকলেছুর রহমান | ২০০৩ -২০০৯ |
০৮ | মোঃ হেলাল উদ্দীন ( ভারপ্রাপ্ত) | ২০০৯ - ২০১১ |
০৯ | মোঃ শাহজাহান আলী (কমল) | ২০১১ -২০২২ |
আরও দেখুন
তথ্যসূত্র
- "আড়ানগর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০।
- "ধামইরহাট উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.