আটলান্টিক সময় অঞ্চল
আটলান্টিক সময় অঞ্চল একটি ভৌগোলিক অঞ্চল যাকে আটলান্টিক প্রমাণ সময় (এএসটি) বলা হয়। এটি সার্বজনীন সমন্বিত সময় (ইউটিসি) থেকে চার ঘণ্টা (ইউটিসি−০৪:০০) পিছনে। মার্চের ২য় রবিবার থেকে নভেম্বরের প্রথম রবিবার পর্যন্ত তিন ঘণ্টা (ইউটিসি-০৩:০০) বিয়োগ করে দিবালোক সংরক্ষণ সময় পালন করা হয়। এই অঞ্চলের ঘড়ির সময় গ্রীনিচ মানমন্দিরের ৬০তম মধ্যরেখা পশ্চিমাংশের গড় সৌর সময়ের উপর ভিত্তি করে।
আটলান্টিক সময় অঞ্চল | |
---|---|
![]() | |
ইউটিসি অফসেট | |
এএসটি | ইউটিসি−৪:০০ |
এডিটি | ইউটিসি−৩:০০ |
ডিএসটি পালন | |
ডিএসটি মার্চ মাসের দ্বিতীয় রবিবার থেকে নভেম্বরে প্রথম রবিবারের মধ্যে এই সময় অঞ্চলের কিছু নির্দিষ্ট অঞ্চলে পালন করা হয়। | |
ডিএসটি শুরু হয়েছে | ১২ মার্চ ২০২৩ |
ডিএসটি শেষ হবে | ৫ নভেম্বর ২০২৩ |
আরও দেখুন
- আমেরিকাসে দিবালোক সংরক্ষণ সময়
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- বিশ্ব সময়ের অঞ্চল মানচিত্র ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ ডিসেম্বর ২০১৫ তারিখে (ইংরেজি)
- কানাডা সময় অঞ্চল মানচিত্র (ইংরেজি)
- বিশ্বের প্রধান শহরসমূহের জন্য সময় অঞ্চল (ইংরেজি)
- কানাডা জুড়ে অফিসিয়াল সময় (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.