আটপাড়া উপজেলা

আটপাড়া উপজেলা বাংলাদেশের নেত্রকোণা জেলার একটি প্রশাসনিক এলাকা।

আটপাড়া
উপজেলা
আটপাড়া ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
আটপাড়া
আটপাড়া
আটপাড়া বাংলাদেশ-এ অবস্থিত
আটপাড়া
আটপাড়া
বাংলাদেশে আটপাড়া উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৮′৩৭″ উত্তর ৯০°৫২′৮″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলানেত্রকোণা জেলা
আয়তন
  মোট১৯২ বর্গকিমি (৭৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট১,৩২,৪৪০
  জনঘনত্ব৬৯০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৭২ ০৪
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

আটপাড়া উপজেলার উত্তরে বারহাট্টা উপজেলা, দক্ষিণ কেন্দুয়া উপজেলামদন উপজেলা, পূর্বে খালিয়াজুড়ি উপজেলা, মোহনগঞ্জ উপজেলা, পশ্চিমে নেত্রকোণা সদর উপজেলা

প্রশাসনিক এলাকা

আটপাড়া উপজেলায় বর্তমানে ৭টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আটপাড়া থানার আওতাধীন।[2]

ইউনিয়নসমূহ:

ইতিহাস

আটপাড়া থানার প্রশাসনিক কার্যক্রম প্রথমে নেত্রকোণা সদর থেকে পরে বারহাট্টা থানা থেকে পরিচালনা করা হয়। ১৯১৭ সালের ২১ আগস্ট থেকে আটপাড়া থানার কার্যক্রম শুরু হয়। ১৯৬২ সাল থেকে আটপাড়া সার্কেল উন্নয়ন কার্যক্রম বারহাট্টা থানা থেকে চালানো হয়। ১৯৬৪ সাল থেকে আটপাড়ার কার্যালয় স্থাপন করে এটি কার্যক্রম শুরু করে। বাংলাদেশ স্বাধীনতার পর জুলাই ১৯৮৩ সালে আটপাড়া কে উপজেলায় রূপান্তর করা হয়।

জনসংখ্যার উপাত্ত

এখানের মোট জনসংখ্যা ১,৩২,৪৪০ জন।

শিক্ষা:৩৯%। আটপাড়া উপজেলায় ৩টি কলেজ ও ২টি উন্নত মানের মাদ্রাসা রয়েছে।

(১)তেলিগাতী সরকারি ডিগ্রী কলেজ। স্থাপিত:১৯৬৮খ্রী:।

(২) আটপাড়া ডিগ্রী কলেজ। স্থাপিত:১৯৮৫খ্রী:।

অর্থনীতি:

আটপাড়া উপজেলা কৃষি নির্ভর।এই উপজেলার মাঝে দিয়ে মগড়া নদী প্রবাহিত হওয়ার জন্য মাটি খুব উর্বর। তাছাড়া হাওর -বাওর,নদী -নালা ,খাল-বিল-ঝিল থাকায় আবাদ অনেক উন্নত।ধান,পাট,গম,তিল,তিসশী, সরিষা প্রচুর পরিমাণে জন্মায়। শাক-সবজি ও ফলমূল গবাদি পশু -গৃহপালিত পাখি ও মাছের জন্য বিখ্যাত। তাছাড়া বাদাম,শশা,কিরা, বাঙ্গি, তরমুজ, ভুট্টা,পান-বরজ,কচু, মানকচু,কচুর মুখী, কচুর লতা, পেঁয়াজ, রসুন,আদা, হলুদ,আলু, মিষ্টি আলু, বেল আলু,মরিচ, ধনিয়া,ধনেপাতা,লাউ,শিম, কাতলা শিম,বরবটি,মুকজই,ঢেড়শ, করলা,কাঁকরোল,পটল, টমেটো,ডাটা, লাল শাক, পাটশাক, কলমি শাক, জলজ কলমি শাক, পালং শাক, মিষ্টি আলু শাক, ঝিঙ্গা, চিচিঙ্গা , ধুন্দল, সুহাই , মিষ্টি কুমড়া, চালকুমড়া,মুলা, গাজর,শালগম,ওল, ওলকপি, ফুলকপি -বাঁধাকপি ।আখ,আতা,আনারস, কলা,পেঁপে,, কামরাঙ্গা,আম,জাম, লিচু, কাঁঠাল,তাল, বেল,নারিকেল,সুপারি,শরিফা, জামরুল,বরই,ওলবরই, পেয়ারা,ডালিম, জলপাই, তেঁতুল,গাবফল,ডেহল,ডেউয়া,ডটকন, গোলাপজাম, সফেদা, লেবু,বাতাবি লেবু। এখন কিছু বাড়িতে আমড়া,চালতা, বিলম্ব,কৎবেল,সজনা, কমলা ও তেজপাতা দেখা যায়। নতুন ড্রাগন ফল চাষ শুরু হলেও এখনো স্টেবরী আবাদ করা হয় নাই।বিলোপ্ত তামাক চাষ,মাসডাল,মুসুরীডাল; আটপাড়া উপজেলায়,কাউন, কৈশোর চাষ করতে দেখা যায় না।এ উপজেলায় প্রত্যেকটি গ্রাম-পাড়া মহল্লায় বাড়ীর পিছনে বাঁশ ঝাড় অবস্থিত। এই সব বাঁশ থেকেও অর্থ উপার্জন হয়। হাওর -বাওর, নদী -নালা, খাল-বিল-ঝিল বিখ্যাত মিঠা পানির মাছ এর জন্য।যেমন:মলা, পুঁটি,স্বরপুটি, পাবদা, টেংরা,কৈ, শিং, মাগুর,ফলিয়া,মিনি,চাপিলা,দারকিনা,টাকি,গুলসা, শোল,গজার, রুই,বোয়াল,চিতল,কাতল,আইড়,বাইম, তারা বাইম,বালিয়া,গূতুম,রানী গুতুম,বইচা-রানীবইচা, কালী জিরা,কালিবাউশ,কৈলশা, রানী মাছ,চিংড়ি,কাইক্যা, পটকা,চান্দা,রিটা, গাঙ মাগুর ও বাঁশপাতা মাছ উল্লেখযোগ্য।পাগার ও ঘেড় বর্ষা মৌসুমে মাছের অন্যতম আশ্রয় জল।তা ছাড়া পুকুরে মাছ চাষ করা হয়। নিজেদের চাহিদা পূরণ করে বাজারে বিক্রি করে অর্থনীতিতে অবদান রাখছে। শাপলা,শালুক, সিংড়া,কচ্ছপ,খাসিম, কাঁকড়া, ঝিনুক, কুইচ্চা প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখান থেকেও অর্থ উপার্জন করা হয়।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

জনপ্রতিনিধি

বর্তমান উপজেলা চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম।

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে আটপাড়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫
  2. "এক নজরে আটপাড়া"atpara.netrokona.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১১ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.